আমাদের কথা খুঁজে নিন

   

তুমি নির্মল করো

এই পৃথিবীর সব কিছুই পাতানো, কলকাঠি নাড়ছে....... একজন; শুধুই একজন।

তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে, তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়ে মলিন মর্ম মুছায়ে, লক্ষ্য শূন্য লক্ষ্য বাসনা ছুটিছে গভীরও আঁধারে আমি জানি না কখন ডুবে যাবে কোন অকূলো গঢ়নো পাথারে, তবু বিশ্ব বিপদ হন্থা তুমি দাও রুধিয়া পন্থা তব শ্রী চরণ তলে নিয়ে এসো মোর মত্ত বাসনা ঘুছায়ে মলিন মর্ম মুছায়ে, আছো অনল অনীলে চির নভো নীলে ভুধরো শলীলে গহ্বনে আছো বিটপী লতায় জলদেরও গায় শশী তারকায় তপনে আমি নয়নে বসনো বাঁধিয়া বসে আঁধারে মরিবো কাঁদিয়া আমি দেখি নাই কিছু বুঝি নাই কিছু দাও ভেদ তাই বুঝায়ে মলিন মর্ম মুছায়ে, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে, তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়ে মলিন মর্ম মুছায়ে।। গানের কথায় কিছুটা ভুল থাকতে পারে.....আশা করছি ভুল থাকলে ঠিক করা যাবে

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.