রাজনীতিবিদ, বিশিষ্ট লেখক ও সাংবাদিক নির্মল সেনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে কমরেড নির্মল সেন মৃত্যুবার্ষিকী স্মরণসভা জাতীয় কমিটি বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। সকাল সাড়ে ১০ টায় ২৩/২ তোপখানা রোডে কমরেড নির্মল সেন মিলনায়তনের অস্থায়ী মঞ্চে প্রয়াতের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে। বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার নেতারা পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে নির্মল সেনের প্রতি শ্রদ্ধা জানাবেন। গত বছরের ৮ জানুয়ারি তিনি মৃত্যুবরণ করেন। চিকিৎসা শাস্ত্রের উৎকর্ষে শিক্ষার্থীদের সহযোগিতার জন্য মৃত্যুর আগে তিনি নিজ দেহ দান করে যান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।