চির প্রতিবাদী পারলে পাল্লা দিয়ে জিতে দেখাও, তেলবাজী করার কি দরকার । কাজও করবা কম আবার ইনক্রিমেন্ট চাইবা বেশী, আবার যদি কাজ কম করে ইনক্রিমেন্ট কম পাও তাহলে বস কে বলবা কম দিলেন কেন ? লজ্জা করে না তোমাদের ? যদি কাজ বেশী করে কেউ বেশী ইনক্রিমেন্ট পায় তাহলে তার পিছনে লাগো, আবার সামনে জানে-জিগার দোস্ত র্মাকা আচরন করো ? তেলবাজী করতে পারবো না বলেই সরকারী চাকরীতে যাওয়ার চিন্তা বাদ দিয়েছি । এখন দেখি এখানে বড় র্দূনীতি । বাপের টাকা এতো বেশী ছিলো না যে নিজের মতো করে কিছু করবো । যাওবা খেটেখুটে কিছু করতে চাই তাতেও সমস্যা । যাবো কোথায় ????????
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।