আওয়াজ উঠতে হবে, আওয়াজ উঠছে
কিছু দালাল লোকদের গলায় দেখেছি ফুলের মালা
চোরদের প্রশংসায় কিছু কবির বাক্যে দেখেছি
তেল-মলমের সুগন্ধি ভরা ডালা।
কিছু শিক্ষককে দেখেছি পরখ করতে শিক্ষার্থীর হাতের বালা।
সাংবাদিকতায় দেখেছি দলীয় ব্যানারের ছালা
কিছু অখেলোওয়াড়ের হাতে দেখেছি দেশের নেতৃত্বের জ্বালা
নির্বাচকের চোখে দেখেছি মা-ভাগ্নের পালা।
কিছু শিক্ষকের মুখে দেখেছি রাজনীতির পুথিঁ-শালা।
আর দেখেছি গণ-রাজতন্ত্রের শিকারে সাধারণ মানুষের হাতের থালা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।