আমাদের কথা খুঁজে নিন

   

বাংলা বানান রীতি-৮ (সরণী, শূন্য)

ইমরোজ

শিরোনাম দেখেই বুঝতে পারছেন সেই বানান নিয়ে আবার ক্যাচাল করতে এসেছি। কয়েকদিন ধরেই বানান নিয়ে লেখা হয় না। তার জবাবদিহিতা করে নিতে হয়। মাথায় অনেক বানান ঘুরছিল। অভিধান দেখে ভুল কী ঠিক বানান বের করা হয়ে ওঠেনি।

তবে যা দেখলাম আমার নিজের যথেষ্ট পড়াশোনা করার দরকার আছে। তা নাহলে এই অল্পবিদ্যা ভয়ংকর রূপ নিতেই পারে। যাক...আসল কথায় আসি। ফার্মগেট দিয়ে যখন মহাখালীর দিকে যাই তখন চোখে পড়ে একটা বিদ্ঘুটে বানান। দোকানের সাইনবোর্ডের নিচে লেখা, বিজয় স্বরনী।

তাছাড়া একটি বাসও বোধহয় অনেকে খেয়াল করবেন তাতে লেখা বিজয় সরনী। দেখলাম আসল বানানটা কী... সরণ, সরণি, সরণী- ১ পথ; রাস্তা। ২ মরিচা; লৌহমল। বিণ গমনশীল। সরণি, সরণী- রাস্তা; সড়ক; শ্রেণী; সারি; পংক্তি; প্রণালী; রীতি; পন্থা।

যেমন, তুমি মূল সরণী দিয়েই এসো। তবে এখানে কোন রাস্তার নামকরণের ক্ষেত্রে সরণী এর ব্যবহার লক্ষ্যযোগ্য। কিন্তু বাক্যের বেলায় সড়ক বেশি ব্যবহৃত হয়। যেমন, তুমি মূল সড়কের কাছে থেকো। একুশে ফেব্রুয়ারির দিন।

চারুকলার ভেতর থেকে পাওয়া টাপুর টুপুর প্রকাশনার একটা পত্রিকা হাতে পেলাম। নাম মঞ্চকথা। সেখানে সেলিম আল-দীনের একটা বিশাল ছবি পুরো দুই পাতা জুড়ে দেওয়া হয়েছে। পাশে লেখা, "আমারে দেখো আমি শুণ্যে ভাসমান"। শূন্য বানানটা মানুষ এত কেন ভুল করে আমার জানা নেই।

তবু কচি তাজা প্রাণে শূন্যতা শব্দটি কতবার কাব্যিক ভাবে যে ব্যবহার হয় তার ইয়ত্তা নেই। অথচ শূন্য বানানটা জানা নেই অনেকেরই। শূন্য- zero 0; রিক্ততাসূচক চিহ্ন; আকাশ (অসীম শূন্যে); অনস্তিত্ব; অভাব। বিণ রিক্ত; বিহীন; রহিত (জনশূন্য); খালি; ফাঁকা; উদাস (শূন্য হৃদয়)। যেমন, আমি পরীক্ষায় শূন্য পেয়েছি।

নিজেকে শূন্য করে দিলাম। আমার এই শূন্যতা (অভাব) পূরণ হবার নয়। তোমাকে এতটাই শূন্য (উদাস) লাগছে কেন? শূন্যকুম্ভ- জলহীন কলসি; বস্তুহীন; অসার। শূন্যগর্ভ- অভ্যন্তরে কিছু নেই এমন। বি শূন্যতা।

শূন্যদৃষ্টি- উদাস চাউনি। শূন্যপথ- আকাশরূপ পথ। শূন্যবাদ- নাস্তিকতা; সবকিছুই শূন্য থেকে সৃষ্টি হয়েছে ও বিনাশ একমাত্র শূন্যেই-এইমত। শূন্যময়- ফাকা; খালি; লোকজন বা অন্য কিছু নেই এমন। (সূত্রঃ বাংলা একাডেমী)


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.