আমাদের কথা খুঁজে নিন

   

কম্যুনিজম মানবতার জন্য অভিশাপ।পর্ব ৩

কোথায় পাব শান্তি,তাই খুজেঁ বেড়াই।

নানা কাজে ব্যস্ত থাকার পর আগের দুই পর্ব লেখার পর আর লেখা হলনা অনক দিন। আবার শুরু করলাম। তবে তার আগে এই সমাজতন্ত্র কিভাবে আসল তার ধারনা দিয়ে যাই। অষ্টাদশ শতকের শিল্প বিপ্লবের মাধ্যমে সেখানে এক অভূতপূর্ব সামাজিক রুপান্তর সংঘঠীত হয়।

নতুন নতুন শিল্প ও কলকারখানা আবিষ্কারের ফলে শিল্প উপকরনের উপকরনগুলির মধ্যে দ্রুত পরিবর্তন হতে থাকে। গৃহ ও কুটির শিল্পগুলি মিল কারখানার উৎপাদন ক্ষমতার সাথে টিকে থাকতে না পেরে বিলুপ্ত হয়ে যায়। পক্ষান্তরে বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান এ সবের জায়গা দখল নিতে শুরু করে। দরিদ্র কুটির শিল্পীদের হাতে বড় ধরনের ব্যবসা করার প্রয়জনীয় পূজি না থাকায় তারা অশায় হয়ে পড়ে। আর অন্যদিকে বড় বড় ব্যবসায়ীর সমন্বয়ে বুর্জোয়া পুঁজিপতি গোষ্ঠির জন্ম হয়।

বাষ্পিয় যানবাহনের সহয়তায় সমস্ত বানিজ্য পথ ও পুঁজিপতিদের দখলে চলে যায়। এতে অনেক মানুষ যারা পন্য বহন করে জীবিকা নির্বাহ করত তারা বেকার হয়ে যায়। ফলে নিজেদের বাচিয়ে রাখতে তারা পুঁজিপতিদের দুয়ারে ধর্না দিতে থাকে। এমনিভাবে পুঁজিবাদের অভিশপ্ত পরিনামের ফলে ভূমিহীন ও পুঁজিহীন এক বিরাট জনগোষ্ঠীর সৃষ্টি হয়। শিল্পপতিরা এত লোভী ও স্বার্থপর হয়ে উঠেছিল যে তারা নারী এবং পাঁচ বছরের শিশুকে ও যত ঘন্টা পারত খাটিয়ে নিত।

গর্ববতী মেয়েদের পর্যন্ত কাজ থেকে রেহাই দেওয়া হতনা। পুঁজিপতিরা বাজার দরকে নিজেদের স্বার্থানুযায়ী রাখতে গিয়ে যেমন কৃতিম অভাব সৃষ্টি করে তেমনিভাবে অল্প মজুরিতে শ্রমিক লাভের আশায় তারা দেশে সুপরিকল্পিত বেকারত্ব সৃষ্টি করে রাখত। ১৮৭১ সালের দিকে রাশিয়ার শ্রমিকদের উপর অত্যাচার চরমে উঠে। সাড়ে বার ঘন্টা তাদের ডিউটি দিতে হত। অত্যন্ত কম পারিশ্রমিক দেওয়া হত।

অন্ধকার ও অস্বাস্হ্যকর পরিবেশে রাখা হত। এবং কোম্পানির দোকান হতে দ্বিগুন তিনগুন চড়া মূল্যে নিত্য প্রয়জনীয় জিনিস ক্রয় করতে বাধ্য করা হত। (ইশতারাকিয়াত আওর নিজামে ইসলাম) তাছাড়া রাশিয়ার জার শাসকরা পাদ্রীদের সাথে মিলে সাধারন মানুষের উপর তাদের জুলুম নির্যাতনের লৌহমর্ষক কাহীনি লিখলে আমাকে আরও অনেক পর্বে যেতে হবে। এইসব মজলুমদের এই দুরবস্হা থেকে মুক্তিদানের জন্য তাদের অবস্হা উন্নয়নের ব্রত নিয়ে ঐ সময় নানা মনীষী স্ব স্ব ধ্যান ধারনা অনুযায়ী প্রচেষ্ঠায় তৎপর হয়ে উঠেন। রাশিয়া তখন এক ক্রান্তিকালের ভিতর দিয়ে যাচ্ছিল ।

ঐ সময় মার্কসের চিন্তা ধারা রাশিয়ায় প্রবেশ করে। তাতে সকলেই অনুপ্রানিত হয়। সমাজতন্ত্রীদের প্রথম বিপ্লবী নায়ক অর্থনতিবিদ ভি আই লেনিনের উপর মার্কসের শিক্ষা গভীরভাবে প্রভাব বিস্তার করে। তিনি তার পর্যবেক্ষন ও পর্যালচনার স্বাভাবিক শক্তির সহয়তায় মার্কসের অনেকগুলি মূলনীতি এড়িয়ে একটি সময়োপযোগী কর্মপদ্বতি বের করেন এবং শ্রমিকদের সংগঠিত করেন। Click This Link target='_blank' >কম্যুনিজম মানবতার জন্য অভিশাপ।

পর্ব ১ Click This Link target='_blank' >কম্যুনিজম মানবতার জন্য অভিশাপ। পর্ব ২

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.