কোথায় পাব শান্তি,তাই খুজেঁ বেড়াই।
ধর্মহীন লোকেরা আমাদের এই ব্লগে এসে তদের কমরেডদের লেখা বইগুলোর প্রতিধ্বনি দিয়ে যায়। যেমন,পৃথিবীতে প্রাকৃতিক দূর্যোগে এত মানুষ মারা যায় নাই যত মানুষ মারা গেছে ধর্মের জন্য। ইসলাম ধর্ম শান্তির কথা বলে অথচ তার শুরু থেকেই যুদ্ব।
তারপর ক্রুসেডের যুদ্ব ক্যাথেলিক ও প্রটেষ্টেন্টের যুদ্ব।
শিয়া ও সুন্নীদের মধ্যে যুদ্ব।
তাহলে প্রথমে মুসলমানদের দিকে লক্ষ্য করি।
রাসূলুল্লাহ (সঃ) এর হাতে পরিচালিত যুদ্ব-জিহাদের সংখ্যা ছিল ৮২ টি। এই ৮২টি যুদ্বে মুসলমান শহীদের সংখ্যা মাত্র ২৫৯ জন। আর অমুসলিম নিহতের সংখ্যা ১০১৮ জন।
অর্থাত্ত গড়ে প্রতিটি যুদ্বে উভয় পক্ষের নিহতের সংখ্যা ১১ জনের চেয়ে সামান্য বেশী।
আর তাদের দিকে লক্ষ্য করুন। এরা মাত্র একশ বছরের মধ্যে যত লোক হত্যা করেছে,ক্রুসেডের ৩০০ বছরের মধ্যেও এত হয় নাই। প্রথমেই আসি সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট জোসেফ স্টালিনের কথায়। সে ছিল সোভিয়েত ইউনিয়নের কমিনিউষ্ট পর্টির জেনারেল সেক্রেটারি।
১৯২২ থেকে ১৯৫৩ সালের ৫ই মার্চ পর্যন্ত। তার শাসন আমলে সে টোটাল ২০ কোঠী মানুষকে হত্যা করেছে। তাদের মধ্যে ১ কোঠী ৪৫ লাখ হল যারা ক্ষুদার যন্ত্রনায় ও দূর্ভিক্ষে মারা গিয়েছিল।
Click This Link
উইকি তে দেখুন,
Click This Link
কিলার ফাইল দেখুন,
Click This Link
মাওসেতুং এর ফাইল দেখুন,
http://www.moreorless.au.com/killers/mao.html
তাই অনেকে সে নিসংসতায় হিটলারকেও ছাড়িয়ে গেছে।
এবার আসি মাওসেতুং এর কথায়।
সে ও প্রায় ১.৫কোঠী থেকে দুই কোঠী মানুষকে হত্যা করেছে।
এই সোভিয়েত ইউনিয়নের সময় লাল বিপ্লবের জন্য কত মানুষকে kgb নির্মম নির্যাতনের মাধ্যমে হত্যা করেছে ও বিতাড়িত করেছে সাইবেরিয়ার ঠান্ডা জায়গায়। পোল্যান্ড,ইউক্রেন,উজবেকিস্তান,তাজিকিস্তান ও চেচনিয়ার মানুষেরা এখনো ভুলানি এইসব।
(চলবে)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।