আমাদের কথা খুঁজে নিন

   

আপনাদের পাড়ার রাজাদা (কাহিনী - ২৩)



লোকাল বাসে যাইতাছি, একটা ষ্টপেজে হঠাৎ কনডাক্টার ব্যাটা চিল্লাইয়া উঠল, হাই রাজাদা তুই হালা আবারো মাল খাইয়া বাসে উঠছস ? তরে না হেইদিন কইলাম, মাল খাইয়া আমার বাসে উঠবি না। রাজাদা, মাতাল স্বরে ততোধিক জোরে চিল্লাইয়া কইল, ওই হালা কনটাক্টার, তর বাপের বাস না । আমি হালা মাল খাই নাই। আমি মাল খাওয়া ছাইড়া দিসি তরে কইছি না। তর মুখ দিয়া ভক ভক কইরা গন্ধ বাইর হইতাছে, আর তুই হালা কস, মাল খাস নাই ।

আমি কইতাছি, মদ খাওয়া আমি ছাইড়া দিসি, মদ আমি আর খাইনা । তুই আমারে রাস্তার মধ্যে সব লোকের সামনে অপমান করলি, তরে হালা আমি ছাড়ুম না । কতো, তর মুখ দিয়া গন্ধ বাইর হইতাছে কিনা, পাশের লোকরে জিগা । জিগামু কি, মদ আমি খাই নাই - এইডা হাচা । পাশের একজন কইয়া উঠল, হ রাজাদা, তুই হালা মাল খাইছস, তরে আমি মদের দোকানথন বোতল হাতে বাইর হইতে দেখছি।

হঃ, বোতল হাতে বাইর হইতে দেখছস । বোতল হাতে থাকলেই আমি মদ খাইলাম কিসে। আমারে যদি দেখস যে কাপড়ের দোকান থেইকা ব্লাউজ কিন্না বাইর হইতাছি, তাইলে কি কইবি রাজাদা ব্লাউজ পইড়া ঘুরতাছে । আমি চুড়ি কিনলেই কি আমি চুড়ি পইড়া ঘুরুম। মাতালের কি অকাট্য যুক্তি ।

আমি বইয়া বইয়া দেখতাছি । যাই কস না ক্যান রাজাদা তুই মাল খাইছস - হাচা কিনা ক ? কনডাক্টার হ্যার যুক্তিতে হাইরা গিয়া মিন মিনাইয়া কইল। না আমি মাল খাই নাই । এই ঠান্ডায় আমার ছুট ভাইয়ে কইল, দাদা, তুইতো মাল খাওয়া ছাইড়াই দিছস। আমি কইলাম - হ মাল আর আমি আর খামু না - কিরা কাটছি।

ছুট ভাইয়ে কইল, মাল খাওয়া ছাইড়া দিয়া ভালো করছস, তুইতো নিজের হাতে মাল খাইতাছস না । আমি তরে খাওইয়া দিলে তর কিরা রক্ষা হইল। তুই নিজে ত মাল খাসনাই আমার ছুট ভাইয়ে নিজের হাতে খাওইয়া দিসে । আমি খাই নাই এইডা হাচা কিনা । মাল খাওয়া আমি ছাইড়া দিসি ।

আমার গন্তব্য চইলা আসায় আমি বাসথন নাইমা গেলাম । রাজাদার মাল খাওয়ার যুক্তি অকাট্য কিনা কন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.