আমাদের কথা খুঁজে নিন

   

ভাষা সৈনিক আবুল হাসেম আর নেই



চলেগেলেন যে যাওয়ার কথা ছিল ১৯৫২ সালে প্রস্ততি নিয়ে রাজপথে নেমেছিলেন রাস্ট্রভাষা বাংলা চাই ধ্বনিনিয়ে। বাংলায় কথাবলতে পরেছিলেন কিন্তু একাজীবন বহন করতে পারতেছিলেন না মৃতু কেন আসেনা এটাই মনেহয় ছিল তাঁর শেষ চাওয়া পরাজয় কেন আসেনা জীবনের মৃতুর হাতে আরতো অন্যের গলগ্রহ হয়ে একজন বীর থাকতে পারে না বিধাতা কেন তা বুঝেনা এটাই মনে হয় চিরকুমার মানুষটার ছিল একঘরে রাতজাগা ভাবনা । আর ফেব্রুয়ারি আসলে আর এক নতুন জন্ত্রনা দিতে আসে শিক্ষিত মিথুক কিছু মানুষ কলম আর ক্যমেরা হাতে নিয়ে ওদের জ্বালা আরতো এই বয়সে মাথাটাও ঠিক রাখাদায়। আর এ মেয়েটাই বা কি ভাববে এভাবে যদি উটকো লোকজন এসে বাসায় আশ্রত মানুষের এত খোজকরে। আবুল হাসেম কে আর ভাবতে হবেনা ।

কারে আশ্রয় বা একটু অন্নের জন্য ফেল ফেল করে থাকতে হবেনা আমাদের মুখপানে চেয়ে। ফেব্রুয়ারীতে মৃতুর প্রস্ততিছিল চলেও গেলেন ফেব্রুয়ারীতে ব্যবধান কিছু বছর বৈকি আর এর মাঝে চিনেগেলেন আনেক কিছু আনেক মানুষকে তবে "কথা বলে গেলেন বাংলা ভাষায়"। আজথেকে কতসুধি সমবেশ হবে শোক সভাহবে কত ভন্ড কত বাণিদেবে আবুল হাশেমকে নিয়ে আবুল হাসেম কিন্তু অন্যর আশ্রয়েছিলেন একটি বারো ফেব্রুয়ারীছাড়া তারা তাঁর খোজটি রাখিনি। আমরা সাধারণ মানুষ নিজেকে সামালদিতে আমরা বেসামাল। সামাজিক দায়ভার বহণ করার অবস্থা আমাদের বেশিরভাগ মানুষের নাই তাই।

আসুন আমরা নিজেদের হৃদয় থেকে মানুয়টির জন্য একটু বিধাতাকে বলি তাঁর যেন তিনি মঙ্গল করেন । আনেক কষ্টেছিলেন মানুষটা তাঁকে যেন একটু ভাল রাখেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.