যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
রিপাবলিকানরা আট বছর থাকলো। কাছাকাছি সময়ে দু'টার্মের বেশী কোন দল ক্ষমতায় একসাথে থাকে নি। আব্রাহাম লিংকনও আগেভাগে ডেমেক্রেটদের সাপোর্ট দিয়ে বসে থাকতেন। সুতরাং ডেমোক্রেটরা আসছে আমেরিকান ভোটারদের সুইচিং অফ চয়েস এর কারণে। সে সাথে প্রথম আফ্রো-আমেরিকান ও প্রথম উইমেন ক্যন্ডিডেট - এই দুই এক্সেপশন, ডেমোক্রেট ক্যাম্পেইনকে করেছে গ্লামারাস মিডিয়ার কেন্দ্রবিন্দু।
ওবামার যে ক্যাপাবিলিটি তার ধারে কাছে হিলারী নেই। হিলারীর সবচেয়ে বড় সমস্যা ক্লিনটন সেকেন্ড নামটাই। ইউনিক পার্সোনাল রিপ্রেজেন্টেশনে তিনি বাধাগ্রস্থ। তদুপরি রয়েছে ইকনমিক ফর্মেশনের মেনিফেস্ট যা বুশ প্রশাসনের রাজনৈতিক দুরাচারের কার্যত কোন শক্তিশালী প্রতিউত্তর নয়।
ওবামা এদিক থেকে ইউনিক।
ইতিহাস তৈরী হতে হলে নারী প্রেসিডেন্সীর চেয়ে আফ্রো-আমেরিকান প্রেসিডেন্সী অনেক বেশী ঐতিহ্যমন্ডিত হবে। তদুপরি বিশ্ব রাজনীতির ক্ষেত্রে ওবামার সদর্প নজর ও আমেরিকাকে বর্হিবিশ্বে সম্পৃক্ত রেখেই শান্তি ব্যবস্থার উন্নয়নের নিজস্ব ধরণ অনেক বেশী র্যাডিকাল ও আকর্ষণীয়।
আমি নিশ্চিত, ওবামা আট বছরের জন্য হোয়াইট হাউসে যাচ্ছেন, নতুন ইতিহাস লেখার এখনই সময়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।