আমাদের কথা খুঁজে নিন

   

ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলের কাঠগড়ায় মার্শাল আর্ট: পর্ব ১-সত্যি সুপারম্যান



প্রশ্ন ছিলো অনেকগুলোই,অনেকদিন ধরে,সবারই। মার্শাল আর্ট,বা আনআর্মড কমব্যাট সম্পর্কে যে কিংবদন্তীগুলো শোনা যায়,তার কতটা সত্যি আর কতটা অতিকথন? সত্যিই কি ব্রুস লী'র গতি এত বেশি ছিলো যে স্লো মোশানে দেখতে হতো? একজন কুংফু মাস্টার কি আসলেই মাত্র ১টা নকআউট পাণ্ঞ্চ বা ডেডলি কিক দিয়ে প্রতিপক্ষকে অকেজো, ক্ষেত্রবিশেষে একদম শেষই করে দিতে পারেন? অথবা একটাও পান্ঞ্চ বা কিক না মেরে,কোন যুযুৎসু মাস্টার কি শুধুমাত্র ডেডলি লক বা প্যাঁচে বিপক্ষকে আটকে দিতে পারেন? এই প্রশ্নগুলোর উত্তর জানতেই ন্যাশনাল জিওগ্রাফি তাদের প্রযুক্তি,গবেষক আর সাংবাদিকদল নিয়ে মুখোমুখি হয়েছিল বর্তমানের সেরা কয়েকজন আনআর্মড কমব্যাট মাস্টার এর। দেখা যাক,তার ফলাফল কি দাঁড়ালো। বক্সিং দিয়েই শুরু হোক। আসল মানুষের উপর তো আর পান্ঞ্চটা মারা যায়না,কেউ রাজিও হবেনা,সেন্সর এবং ওয়েট মেজারিং যন্ত্র লাগানো ডামিকেই মারা হলো।

১টা পান্ঞ্চের গড় ওজন দাঁড়ালো মোটামুটি ৭৫০ পাউন্ড,একবারেই নকআউট হবার মতই বটে,বিশেষ করে মুখে মারলে। কুংফুর ফ্লাইং কিক আরো ওজনদার,প্রায় ২৫% বেশি,৯৮০ পাউন্ডের মত,এই ওজনের ১টা লাথি খেলে যে কোন মানুষেরই দাঁড়িয়ে থাকতে পারার কথা না। মজা হলো,দেখতে ফ্লাইং কিক বেশি আকর্ষনীয় হলেও,এক পা মাটিতে ভর দিয়ে যে কিকটা করা হয়(যারা কোনকালে রেসলিং দেখতেন বা এখনো দেখেন,শন মাইকেলের কিকটা মনে করতে পারেন),সেটা কিন্তু আরো শক্তিশালী,১০২৩ পাউন্ড ওজন ১টা কিকের,যে কারো 'রিবকেজ' ভেঙে দেয়ার জন্য যথেষ্ট। কুংফু যদি হয় গতিশীল শৈল্পিক,কোরিয়ায় উদ্ভাবিত তায়কোয়ান্দো অনেক বেশি কঠিন এবং ভয়ংকর,একি সাথে কম ব্লো দেয়াটাই উৎসাহিত করে। ন্যাশনাল জিওগ্রাফির ভাষায়,"শার্প এন্ড স্ট্রেইট"।

১টা তায়কোয়ান্দো কিক দেয়ার পর দেখা গেলো তার ওজন হয়েছে ১৫৫২ পাউন্ড,একি কথা,যে কারো 'রিবকেজ' এমনকি অন্য হাড় ভেঙে দেয়ার জন্য যথেষ্টরও বেশি। কিন্তু সবচেয়ে শক্তিশালী এবং ভয়ংকর 'কিক' কিন্তু এগুলোর কোনটাই না,এ জায়গাটা দখল করেছে ৭০০ বছর আগে থাইল্যান্ডে উদ্ভাবিত "মুয়ে থাই",যেটা কিক বক্সিংয়ের মতই,বৈশিষ্ট্য হলো,যে কোন অংগই ব্যবহার করা যাবে,তবে মূলত পা এবং হাঁটু দিয়েই মারা হয়। ট্রেনিংয়ের প্রাথমিক পর্যায়ে কলাগাছে লাথি মেরে শুরু করানো হয় (একেই মনে হয় বলে কলাগাছ কাটতে কাটতে ডাকাত),আর শেষে গিয়ে? হুম,হাঁটু দিয়ে "মুয়ে থাই" চ্যাম্পিয়ন একটা গুঁতো দিয়েছিলেন ডামিটাকে,হিসাব করে দেখা গেলো,১টা প্রাইভেট কার ঘণ্টায় ৩৫ মাইল বেগে আপনাকে গুঁতো দিলে যা হবে,এই হাঁটুর গুঁতো তারই সমান শক্তি ধরে তাও গাড়িটা আঘাত করবে বেশ খানিকটা জায়গা জুরে,আর হাঁটুটা আঘাত করবে মাত্র ২-৩ ইন্ঞ্চি জায়গায়। এতো গেল শক্তির ব্যাপার,এবার আসা যাক গতির ব্যাপারে। ১টা কথা প্রচলিত আছে--"ইন দ্য ওয়ার্ল্ড অভ কুংফু,স্পিড ডিফাইনস দ্য উইনার"।

সত্যিই কি ১৫০০ বছরের পুরানো বিদ্যার ধারক কুংফু মাস্টাররা সাপের চেয়েও দ্রুত ছোবল দিতে পারেন? ন্যাশনাল জিওগ্রাফি উত্তরটা জানার চেষ্টা করলো। ভিডিও করা হলো ১টা রাটলস্নেকের ছোবলের মুহূর্ত,স্লো মোশানে দেখা হলো,গতিও মাপা হলো,দেখা গেলো,সেটা ৮ ফিট পার সেকেন্ড। এবার কুংফু মাস্টারের পালা। হাতে লাগানো হলো স্পিডোমিটার। বিদ্যুৎগতিতে পান্ঞ্চব্যাগে কয়েকটা পান্ঞ্চ করা হলো।

খালি চোখে বুঝাই মুশকিল,স্লো মোশানেও বেশ গতি। মেপে দেখা গেলো,গতি ৪০ ফিট পার সেকেন্ড,সাপটার ৫ গুণ। আগে তো বলতাম,সাপের মত ছোবল,এবার কি বলবো? সবাই তো যার যার কৃতিত্ব দেখিয়ে গেলো,যুযুৎসু,বা জুডোই বাদ থাকবে কেন? যুযুৎসুর বিশ্ব চ্যাম্পিয়ন রিকসন গ্রেসি প্রমাণ করতে এগিয়ে এলেন,প্রতিপক্ষ যত শক্তিশালীই হোক,তাকে কাবু করতে তার একটা পান্ঞ্চ বা কিকও করতে হয়না। তাহলে? সহজ,জুডোর 'লক' বা প্যাঁচ। জুডোতে জোর দেয়া হয় মানুষের জটিল অ্যানাটমির দুর্বল জায়গাগুলোর উপর,কিভাবে আটকে ফেলে প্রতিপক্ষকে আত্মসমর্পণে বাধ্য করা যায়,একি সাথে নিজের পুরো শরীর থেকে শক্তিটাকে নেয়ার উপর।

এটা অবশ্য সবার বেলায়ই সত্যি,দেখা গেছে যে বক্সিং পান্ঞ্চই বলুন আর কারাটে কিক,শক্তি সন্ঞ্চয়ের প্রক্রিয়া শুরু হয় পা থেকে,সেটা কোমড়ের জোড়া হয়ে কাঁধ বা পায়ে এসে শেষ হয় যখন মারটা বিপক্ষের উপর পড়ে। যাই হোক,গ্রেসির 'লক' এর পুরো শক্তি কখনোই মানুষের উপর খাটানো সম্ভব নয়,বিপক্ষের চিরতরে পঙ্গু বা ইহলোক ত্যাগ করার ভয়েই,কাজেই এবারো ধাক্কাটা যাবে বেচারা স্প্রিং লাগানো ডামির উপর দিয়েই। হাত-পা দিয়ে ডামিটাকে 'নেক লক' বা ঘাড়ের প্যাঁচে আটকানো হলো,এবার গ্রেসি সর্বশক্তি প্রয়োগ করাতে দেখা গেলো,খুলি এবং স্পাইনাল কর্ডের যে জোড়া,সেখানে ৬০০ পাউন্ডের বেশি বল পড়ছে,মানুষ হলে ছিঁড়ে চলে আসতো কবেই এসবের সাথে আরো গুরুত্বপূর্ন হলো,নিজের রিফ্লেক্স,প্রতিপক্ষের মুভমেন্ট আঁচ করার ক্ষমতা,মনঃসংযোগ,বছরের পর বছর ধরে চর্চা করে যেটা কমব্যাট মাস্টাররা আয়ত্ব করেন। কারন,ফাস্ট হিট করার চেয়েও ফার্স্ট হিট করা অনেক সময় গুরুত্বপূর্ন হয়ে দাঁড়ায়। তো,শেষমেষ কি বুঝলেন? কমব্যাট মাস্টারদের সম্পর্কে কিংবদন্তীগুলো মোটেই কিন্তু রূপকথা নয়,একদমই বিজ্ঞানসম্মত,প্রমাণিত,আধুনিক প্রযুক্তির সামনেই।

এখন কোন কুংফু মাস্টার যদি তার বিদ্যুতের গতি নিয়ে আর ১০০০ পাউন্ডি কিক নিয়ে আপনাকে ঠেঙাতে আসে,মনে হয় তার মুখোমুখি হবার আগে কয়েকবার ভেবে নেয়াই ভালো

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.