আমাদের কথা খুঁজে নিন

   

লন্ডনে তথ্যমন্ত্রী ইনুর ওপর হামলা

লন্ডনে সফরররত তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু গত সোমবার রাতে অজ্ঞাত দুর্বত্তদের হামলার শিকার হয়েছেন। বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার ইউকে কার্যালয়ে তাঁর ওপর এ হামলা হয়। তবে হামলায় তাঁর কোন ক্ষতি হয়নি। প্রথম আলো ডটকমকে তথ্যমন্ত্রী জানিয়েছেন, রাজনৈতিক প্রতিপক্ষ তাঁর ওপর এ হামলা চালিয়েছে বলে তিনি ধারণা করছেন।
গত সোমবার রাতে এটিএন বাংলায় ‘মুক্ত সংলাপ’ নামের একটি সরাসরি সম্প্রচারিতব্য অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য মন্ত্রী পূর্ব লন্ডনে অবস্থিত তাদের স্টুডিওতে যান।

সেখানে অনুষ্ঠান শুরুর প্রস্তুতিপর্বে তিনি যখন লবিতে অপেক্ষা করছিলেন সে সময় অজ্ঞাতপরিচয় দুই যুবক সেখানে প্রবেশ করে।
হাসানুল হক ইনু জানান, ওই দুই যুবক তাঁকে ঘুষি মারার চেষ্টা করে, কিন্তু তা লক্ষ্যভ্রষ্ট হয়। তখন হামলাকারীরা তাঁর ওপর ডিম ছুড়ে মারে। ইতিমধ্যে, তাঁর প্রোটোকল কর্মকর্তা এবং এটিএনের লোকজন সেখানে দৌড়ে এসে হামলাকারীদের আটকানোর চেষ্টা করে। তবে তারা দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়।


অনুষ্ঠানটির উপস্থাপক বুলবুল হাসান জানান, স্টুডিওটি নীচতলায় হওয়ায় মন্ত্রী সস্ত্রীক নীচতলায় ছিলেন এবং তিনি তখন দোতলায় ছিলেন। হইচই শুনে নিচে নেমে তিনি হামলাকারীদের পালিয়ে যেতে দেখেন। মন্ত্রীর ওপর দুজন আক্রমণ চালালেও তাদের সঙ্গে আরও চার-পাঁচজন ছিল বলেও জানান তিনি। পরে পুলিশ এসে উপস্থিত লোকজনের জবানবন্দি নিয়ে যায়। ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।