আমাদের কথা খুঁজে নিন

   

ফাগুনের গান (ফুলেল ফাগুনে আকুল একেলা মালি)

সুখীমানুষ

ফুলেল ফাগুনে আকুল একেলা মালি পুষ্প-পিকের ভিড়েও তাই কুঞ্জ খালি।। ফুলদল বাতাসে হরসে খায় দোল ভ্রমর চুমে ফুলের অধোর কপোল। বসে উদাসে কবি দেখে সব নিরলি।ঐ অধীর পবন লুটায়ে পড়ে সাঝেতে ব্যাকুল মন আকুল কার ছুঁয়া পেতে? মালি কয় - বৃথাই সেবি ফুলের ডালি।ঐ যামানা গেলকি হায় এতই বদলে সখীগন ফুল তুলেকি পড়েনা গলে? নিবি কেলো মালি দিবে মনসুধা ঢালি।ঐ লাগেনা একেলা আর লাগেনা এ মন নে নে অকারন মন উচারন।। আসলে আসো, নিভিছে আশার দেয়ালি।ঐ

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।