মিডিয়া
পহেলা ফাগুনের সারা দিন চারুকলার বকুল চত্বরটা নিশ্চই হলুদ হুর পরীদের কলকাকলীতে মুখরিত ছিলো। নওরিতা র এস এম এস পেয়ে আমার মনে হলো 13 ফেব্রয়ারীর কথা, নওরিতার কথাই ঠিক, আমি অনেক যান্ত্রিক হয়ে গেছি। এখন বকুলফুলের গন্ধ আমায় কাছে টানেনা। তবুও মনে পরে নওরিতা এই আমি চারুকলার বকুল গাছের নিচে পরে থাকা ববুল ফুল তুলে এনে তোমার হাতে ছোয়াতাম, শুকনো বকুলের গন্ধে ভরে উঠতো চার পাশ.... কি করবো বলো, অভিমান করে কি লাভ, ব্যস্ততা জীবন যুদ্ধ আমাকে তোমার কাছ হতে দুরে সরিয়েছে ঠিকই , আমার অনুভূতি মরে যায়নি এখনও। এখনও আমি অপেক্ষায় থাকি প্রহেলা ফাগুনে তোমার লাল পারের হলুদিয়া দেখতে।
এখনও তোমার খোপার গাজরা আমার নজর কারে । নিরবে কল্পনায়। কিন্তু বিলেতের মানুষ গুলো ফাগুনবুঝেনা। বুঝেনা ফাগুনের আগুন লাগে বাঙালীর মনে। ওদের আগুন ঝরে ক্যাসিনো আর পাবে।
আর আমি অপেক্ষায় থাকি একটা বৈশাখ কিংবা আরেকটা ফাগুনের।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।