আমাদের কথা খুঁজে নিন

   

ফেব্রুয়ারী নয় ফাগুনের গান

আহত হৃদয়ে কাঁদিছে জননী বক্ষে ঝরিছে রক্ত তার দুর্বল দেহে ফিরিছে ডাকিয়া কোথা আছ ছেলে ভক্ত মার। অসহায় মাতা কাঁদিয়া কাঁদিয়া ফিরিতেছে সারা রত্রি দিন, কে আছ পুত্র মোছাও অশ্রু শোধ কর তব মাতৃঋণ। মায়ের অশ্রু মুছে দিতে আজ তুলে নাও হাতে মসি আবার। ভাই বরকত শহীদ সালাম যে পথে করেছে আত্বদান, সেই পথে তোরে ডাকিছে জননী শোনরে বাঙ্গালী পাতিয়া কান। ফেব্রুয়ারী নয় ফাগুন এসেছে ধ্ধনী তোল তোরা মুখে আবার। কবি ও লেখকঃ খ ম আনসার রহমান  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।