আমার কল্পনার রঙে সাজানো ভালবাসার ছড়া-ছড়ি
রক্ত ঝরা ফাগুনে
জ্বলছি সবাই আগুনে
মায়ের বুক জ্বলে
ভাইয়ের লাশ জ্বলে
স্বামীহারার মন জ্বলে
অশ্রুর নোনা জলে, পোড়া এই চোখটাও জ্বলে ।
বিদ্রহের আগুন জ্বলে
রাইফেল-গ্রেনেড জ্বলে
প্রতিবাদের মিছিল জ্বলে
একুশের চেতনায় জ্বলে, দুখিনী দেশটাও জ্বলে ।
ফুলের রঙে বন জ্বলে
রৌদ্রস্নানে দিন জ্বলে
পূর্ণিমার ঐ চাঁদ জ্বলে
ভালবাসার জ্বালায় জ্বলে, প্রেমিক প্রাণটাও জ্বলে ।
জ্বলছে জ্বলুক আগুন
তবুও এটা ফুল ফুটানো ফাগুন ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।