আমাদের কথা খুঁজে নিন

   

নিশুতি

আমি কেউ নই , আমি শরীরের ভিতরে শরীর , গাছের ভিতরে গাছ , এই অনন্ত দিনরাত্রির মধ্যে একটি বুদ্বুদ । আমি মানুষের মতো কিন্তু মানুষ না ।


গভীরতা থেকে আরো গভীরে
অজস্র ধুলিকণা যেভাবে জমে থাকে-
পিচের কোনায় কোনায়;
ওদিকটায় চিৎকার শোনা গিয়েছে
বক্ষচিরে বেরিয়ে যায় বিষাক্ত বাতাসে।
গভীরতার শেষটুকু খুঁজে নেবো বলে
ধুলিকণার প্রেমে পড়েছিলাম প্রথম।

দেয়ালে দেয়ালে ইটপাথরের মিশ্র রঙে লেখা আছে আজও-
খুব স্পষ্টত আছে এখনো, বিষাদের শেষান্তে
একি নির্মম অবহেলা!
তুমি সত্যিই তুমি নও।

হঠাত স্বপ্ন থেকে জেগে উঠি
অন্ধকারও দেখি
সে অন্ধকারে কিছু পাখি উড়ত চোখের পাতায়
আজও উড়ে যায়; আমাকে জাগিয়ে দেয়
রক্তাক্ষরে লেখা নামগুলো ভাবিয়ে দেয়।

চলে যা পাখি-
আমি আর স্বপ্ন দেখতে চাই না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।