আমাদের কথা খুঁজে নিন

   

কফির পেয়ালায় নিশুতি রাত জাগে



কুয়াকাটায় ভোর দেখার স্বপ্ন নিয়ে কফির পেয়ালায় নিশুতি রাত জাগে। বালুচড়ে পায়ের মিছিলের দাগে হারিয়ে যায় প্রিয় নাম। হাতের মুঠোয় ধরে রাখি তোমাকে। যেটুকু নির্জনতায় তোমাকে প্রয়োজন! তার চেয়ে অনেক বেশী মনে হয়। একটা শালিকের দুঃখ জানে অন্যজন। অনিচ্ছার বিরানভূমিতে বৃষ্টি নামলে নদী যে দুখি হয়, সেই কথা কেউ জানেনা! ভোরবেলা কাপড় ধোয়ার চেয়ে শিশির ভেজা ঘাসে হাঁটতেই পরম আনন্দ হবার কথা! অথচ ওপারে কবি মাঝরাতে কবিতার ঘোরে কাপড় কাঁচে। শুকাতে দেয় তারে। বাতাস ভরে তখন গাছেদের কার্বনডাই অক্সাইড। এপারে অস্ফুট চেতনায় জাগে হিমাংকের রাত! বেঁচে থাকার জন্য কার কাছে যে কি জরুরি! কফির পেয়ালা নাকি কুয়াকাটাভোর! তোমার হাতের নিকোটিন নাকি ইচ্ছা চাবির ঘোর! আমরা কে কার কাছে যাবো ? মানুষ কে কার কাছে যায়? ছবির লিংক: Click This Link

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।