আমার বন্ধুরা,যাদের ভালোবাসায় আমার লেখালেখি পথ খুঁজে পায় তাদের জন্য “কফির পেয়ালায় নিশুতি রাত জাগে” ,জাগৃতি প্রকাশনী থেকে আমার তৃতীয় কবিতার বই বের হতে যাচ্ছে একুশের বই মেলায়। বই এর প্রচ্ছদ করেছেন আমাদের দীর্ঘদিনের বন্ধু রবি খান। আমি কৃতজ্ঞ প্রকাশক ফয়সল আরেফিন দীপন,রবি খান ,আমার ভাইজান জাকিউল ইসলাম ফারুকী,বড় ভাই আবদুল হালিম এবং আমার কাছের মানুষের কাছে (যাদের সহযোগীতা ছাড়া এত কম সময়ে এটা বের করা হতোনা)।
যারা আমাকে এবং আমার কবিতা ভালোবাসে,তাদের জন্য আমার চিরকালের ভালোবাসা। সবার কাছে শুভকামনা প্রত্যাশা করছি।
কথা:
সামহোয়ারইন আমার সেই জানালা , গত সাড়ে পাঁচ বছরে খুব কমদিন আছে, যেখানে চোখ রাখি নাই।
আমার শেষ লেখায় ১ ফেব্রুয়ারীতে নিবেদীতা এসে কমেন্ট করে গেছে।
নিবেদীতা বলেছেন: "সাজিআপু আমিও লগইন না করে ব্লগে এসে পড়ে যাই, কিন্তু দু'দিন আগে আমার আগের লেখাগুলোতে সবার কমেন্ট পড়তে পড়তে কখন যে চোখ ঝাপসা হয়ে এলো... সবার এতো ভালবাসা....
তোমাকে তোমাদের সবাইকে অনেক miss করছি । নতুন লেখা দাও আপু, তুমি অন্তত ব্লগ ছেড়ে যেওনা।
ভালবাসা নিও"
ব্লগ ছেড়ে যাইনি নিবেদীতা........
যাওয়া যায়না।
অনেক প্রিয় মানুষের সমারোহ এখানে।
লেখা দেয়া শুরু করবো। তোমরা পাশে থাকো জানলে ভালো লাগে ,শক্তি পাই।
সামহোয়াইন পরিবারের সবার জন্য আমার অনেক অনেক ভালোবাসা। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।