সকল প্রশংসা মডারেটরদের
অনেক দিন মনের মধ্যে দরজা ছিল খোলা
অনেকদিন মনের মধ্যে জানালা ছিল খোলা
দরজা দিয়ে বাতাস এবং জানালা দিয়ে হাওয়া
মনের মাঝে,বুকের মাঝে করল আসা যাওয়।
বাতাস ছিলো সাগর পাড়ের,বাতাস ছিল ভেজা
বাতাস ছিলো বরফ চূড়ার,ছিলো বরফ সাদা
বাতাস ছিলো সমুদ্র নীল,চোখের সাদা বালি
বাতাস ছিলো অগোছালো,বুক করেছে খালি।
হাওয়া ছিলো মৃদুমন্দ,গন্ধ ভরা ফুল
হাওয়া ছিলো উরন্ত কারও রেশম কালো চুল
হাওয়া ছিলো সবুজ উদ্যানের শুকনো ঝরা পাতা
হাওয়া ছিলো দূর অতীতের স্মৃতি হারানো পাতা......
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।