আমাদের কথা খুঁজে নিন

   

শরীরের দরজা

সাহিত্যের সাইটhttp://www.samowiki.net। বইয়ের সাইট http://www.boierdokan.com

একটিই দরজা এই পৃথিবীতে তোমার আর আমার মাঝখানে। প্রতিটি দরজাকে বারবার সেই দরজা বলে ভুল হয়ে যায়। একে একে সমস্ত দরজা পার হই, তবু তোমার কাছে পৌঁছাতে পারি না। অপার সাগরের লবণের মাঝে লাবণ্য হয়ে বসে থাকো।

তোমার দেখা পাই না। কোনো সংকেত নাই, স্মৃতি নাই, ইশারা নাই। তবু আমার অহং তোমাকেই খুঁজে নিতে বলে। সমস্ত ইন্দ্রিয় পাহারায় রেখে আমি বসে থাকি, যদি আসে কোনো সাড়া, কোনো সংবাদ। কোনো গণ্ধ, কোনো গান যদি নিভৃতে ভেসে যায়।

তুমি চুপ করে বসো থাকো। অথবা পৃথিবীর কোনো নীরবতার ভেতরই থাকো না তুমি। হঠাৎ জ্বরের ঘোরে আমি শুনে ফেলি অস্ফূট কামনার স্বর : শুনি যে, চুমোই হলো শরীরের আশ্চর্য দরজা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।