ভালবাসা দিবসে এই মূখগুলোর দিকে চেয়ে
মনটা কি হু হু করে না তোমার?
দেহজ কামনা তো প্রেম নয়
ভিন্ন নাম আছে তার ভিন্ন পরিচয়....
কাম বা যৌনতা ছুয়ে থাকে দেহ
আর প্রেম.. শুধু মন আর অনুভব যার গৃহ
আসুন এই বন্দুকের নল ভুলে এক গোলাপ দিতে বলি তাদরে
যারা ১৯৪৭ থেকে শুধু রক্তস্নানে ভিজিয়ে চলছে প্যালেষ্টাইনের মাটি।
আমরা যেমন শাণিত হয়েছিলাম ১৯৭১-এ অস্তিত্বের চেতনায়
"মোরা একটি ফুলকে বাচাব বলে যুদ্ধ করি....বানীতে
আজ এই নিহত শিশুটির নিষ্পাপ মূখপনে চেয়ে
আসুন ভালবাসা দিবসে তাদরে বলি
ভালবাস এই শিশুটিরে
যেমনি বাসভাল আপনার টিরে...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।