আমাদের কথা খুঁজে নিন

   

ভালবাস আমায়।

বিশৃঙ্খল এক পৃথীবি আমার, ঝঞ্ঝালে ঠাসা জীবন। মনের মত করে গুছিয়ে নিও, করিও আমায় আপন। তুমি ছারা মোর হৃদয় গভীরে, কৃষ্ন গহবর। শোখের তোরনে ভেসে যায় মোর, হৃদয় চরাচর। চাঁদহীন রাতে, তরার আলোয় বসে থাকি, আমি একা,বড় নিঃশ্ব।

উঁদার শিল্পীর ক্যানভাসে আঁকা, ফ্যাকাশ আলো ভরপুর দৃশ্য। সূর্যলোকের তপ্ত রোদে,শিশির বিন্দুর মত, মিশে যাই আমি এক মহাকালে। ফিরে্ব আসিনা। হয়ত বা ফিরে আসি, মধু প্রেম ঘূর্নির তলে। চলার পথে চাইব না আমি অন্য কিছু তার চেয়েও অনেক কিছু বেশি, রাখ যদি মোরে হৃদয় গভীরে তব।

মনের মত একটু ভাল বাসি। (মোঃ নাজমুল হক) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.