আমাদের কথা খুঁজে নিন

   

ব্যক্তিগত নেটওয়ার্কেও এনএসএর অনুপ্রবেশ

ব্রাজিলের বৃহত্তম টেলিভিশন নেটওয়ার্ক গ্লোবো জানিয়েছে, ব্রাজিল এবং মেক্সিকোর প্রেসিডেন্টের উপর যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির (এনএসএ) গুপ্তচরবৃত্তির খবরটি প্রকাশের এক সপ্তাহের মাথায় এনএসএ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ব্যক্তিগত নেটওয়ার্কেও অনুপ্রবেশ করেছে।
এ বিষয়ে গ্লোবো এনএসএর তৈরি একটি স্লাইডও দেখিয়েছে। রয়টার্স জানিয়েছে, ২০১২ সালের মে মাসে তৈরি করা ওই স্লাইডটি ব্যবহার করা হত কীভাবে ব্যক্তিগত কম্পিউটার ও নেটওয়ার্কে গুপ্তচরবৃত্তি করতে হয় তা এনএসএর নতুন এজেন্টদের শেখানোর জন্য।
গুগল এবং পেত্রেলিও ব্রাজিলিও ছাড়াও এনএসএর গুপ্তচরবৃত্তির শিকার হয়েছে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টার ব্যাংক ফিনান্সিয়াল টেলিকমিউনিকেশন। সুইফট নামে পরিচিত সিস্টেমটির মাধ্যমে বিশ্বে প্রচুর লেনদেন হয়। তবে ঠিক কবে এ অনুপ্রবেশ বা গুপ্তচরবৃত্তি হয়েছে তা জানায়নি গ্লোব।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।