আমাদের কথা খুঁজে নিন

   

কুফরী কালাম



ছোট কিছু গবেষনা করার জন্য কিছু তথ্য প্রয়োজন। জানি না কিছুই, তাই জানতে চাই। নিজের কোন বক্তব্য আছে আর সেটা লেখার জন্য বসেছি আজকে - ব্যপারটা তেমন না। আসে পাশের মানুষের কাছে জিজ্ঞেস করে যা বুঝলাম তা হল - সাধারন ভাবে কুফরী কালাম ব্যপারটা ব্ল্যাক ম্যাজিকের ই অংশ। তবে, যে কেউ এই কাজ করতে পারে না - শিল্পে দিক্ষা নেওয়ার ব্যপার আছে।

চিপাওয়া, এপ্যাচি, পুএব্লোদের মেসো-আমেরিকার শ্যামানিজম যেমন এই ম্যাজিকের আওতায় পড়ে, ঠিক তেমনই এর আওতায় পড়ে আমাদের "বান" মারা বা "তাবিজ" করা। সব ধর্মেরই মুল-স্রোত এই "ব্ল্যাক" ম্যাজিককে তাদের "এন্টিথেটিকাল" বলেই মনে করে, তবে সেই স্রোতের একটু বাইরে থেকে ধর্মাবলম্বী আদলেই কিন্তু সকল ব্ল্যাক-ম্যাজিক সাধকেরা তাদের শিল্পের চর্চা করেন। তাদের অনেকের মতেই - ব্ল্যাক যেমন আছে, তেমনই আছে ওয়াইট - একদিকে কালো আর আরেক দিকে সাদা - একটা ভাল, আরেকটা খারাপ। মুল-স্রোতের মানুষজন তখন বলেন - সাদা হোক বা কালো, সবই আসলে কালো, সবই "কুফরী"। বুঝতেই পারছেন - আমি মাত্র এই বিষয়টার পিঠ আঁচড়ানো শুরু করেছি, কিন্তু ইচ্ছে আছে, অনেকদূর যাওয়ার।

কেউকি এই আলোচনায় অংশগ্রন করে, বিভিন্ন অথ্যের উৎস বাতলিয়ে, বা অন্য কোন ঊপায়ে আমাকে সাহায্য করতে পারেন?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.