আল্লাহ তা'য়ালা কোরআন মাজীদে বলেছেন - তোমাদের কি কোরআন ছাড়া অন্য কিতাব আছে?
এখান থেকে স্পষ্ট, কোরআন ছাড়া অন্য কিতাবের উপরে বিশ্বাস স্থাপন কুফরী। নবীজি (সাঃ) এর ইন্তেকালের ২০০ বছর পরে হাদিস লেখা হয়েছে। ১ বছর পরে কে কি বলেছেন সেটা খেয়াল থাকে না কারো সেখানে হাদিসবাদীদের স্মৃতিশক্তি যে কম্পিউটারের গতির চেয়েও প্রখর সেটা জানা ছিলো না। কোনো হাদীসই একশ ভাগ সহীহ না। কারন সব শোনা কথা।
আমি শুনেছি বলতে, আমি দেখেছি খাইতে এইসব বলে বলে হাদীস বর্নিত হয়েছে।
নবীর নামে ভয়াবহ সব হাদীস ছড়িয়েছে ইমাম বুখারী। নবী নাকি বলেছেন, জিহাদে শহীদ হলে নাকি ৭২ হূর পরীর সাথে সংগম করতে পারবো। যাদের সাথে সংগমে এত আনন্দ পাওয়া যাবে যে একবার সংগমের সময়কাল ৬০০ বছর।
নাউজুবিল্লাহ।
হাদিস শুধু এক কান দিয়ে শুনবেন আর আরেক কান দিয়ে বের করে দিবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।