আমাদের কথা খুঁজে নিন

   

বৃষ্টি তোমাকে দিলাম

এই পৃথিবীর সব কিছুই পাতানো, কলকাঠি নাড়ছে....... একজন; শুধুই একজন।

আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি........ তোমাকে দিলাম, শুধু শ্রাবণ সন্ধ্যা টুকু তোমার কাছে চেয়ে নিলাম। হৃদয়ের জানালায় চোখ মেলে রাখি বাতাসের বাঁশিতে কান পেতে থাকি, তাকেই কাছে ডেকে মনের আঙিনা থেকে বৃষ্টি তোমাকে তোমাকে তবু ফিরিয়ে দিলাম। তোমার হাতেই হোক রাত্রি রচনা এ আমার স্বপ্ন সুখের ভাবনা চেয়েছি পেতে যাকে চাইনা হারাতে তাকে বৃষ্টি তোমাকে তাই ফিরে চাইলাম। আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি........ তোমাকে দিলাম, শুধু শ্রাবণ সন্ধ্যা টুকু তোমার কাছে চেয়ে নিলাম। বৃষ্টি তোমাকে দিলাম

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.