আমাদের কথা খুঁজে নিন

   

এসেছে যখন

আমি একটা পাগল

এসেছে যখন, আসেনি চিন্তা আজেবাজে;
সম্ভবত যথাযোগ্য না এখনোও কাজে!
মেধা বিহীন না সে একেবারে,
নিজে শিখে নিজের পছন্দমত ছাঁচে!
স্পষ্ট জীবন চক্র, যেভাবে বাঁচে;
তবুও এ বিষয়ে ভিন্ন দৃষ্টিভঙ্গি,
যদিও পায়নি খুঁজে উত্তম সঙ্গি।
জন্ম সূত্রপাত কতনা মধুর মিলনে!
বেড়ে ওঠে ধীরে ধীরে দিনেদিনে...!
অনেক বছর ধরে বর্তমান কর্মে,
অবিশ্বাসি এখন, পরম্পরা পাওয়া ধর্মে!
হৃদয়ে হাহাকার, প্রীতির জন্য ব্যাকুল!
একটুও ভাবে না নিয়ে মুকুল!
আছে মা-বাবা, ভাই-বোন,
এদের সুখের জন্য ভাবছে প্রতিক্ষণ!
পারছে না দিতে তাদের স্বচ্ছলতা,
ছেলে ভালো, সরল-দীপ্ত সততা।
সাইবার কেফ কর্মস্থল, দীর্ঘক্ষণ খোলা;
সেবা এর ফাকে দৃষ্টিপাতে মেলা।
অর্ন্তজালে বিচরন করে কতকিছু জানে
এত আসক্ত যৌনতায়, অশান্তি মনে!
এ হতে চায় মুক্তির স্বস্তি,
অকল্যাণ-জীবিকা দিয়েছে তাকে প্রযুক্ত!
দীর্ঘদিনের অভ্যাস দেখা অবৈধ রতি
বিকৃত করেছে সুন্দর সুস্থ মতি।
বার্তা পেয়েছে সত্যে ফিরে আসার
উলটো ফিরিয়ে দেয় যুক্তিতে প্রতিবার।









অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.