বিষন্ন দিনের, বিষন্ন সময়ের রূপকথা
"ঝিলিমিলি ঝিলিমিলি ঝিলের জলে,
ঢেউ খেলিয়া যায়রে...
বুঝি মোর প্রিয়তম এলো বলে... "
এই গানটা বাংলাদেশ টেলিভিশনে দ্বৈত কণ্ঠে শুনেছিলাম অনেকদিন আগে । অনেক পুরনো গান । কোন একটা ঝিলের শান বাঁধানো ঘাটে বসে দুজন প্রথিতযশা শিল্পী গানটা'র চিত্রায়ণ করেছিলেন ।
শাপলা শালুক ফোঁটা ঝিলের জলের মিষ্টি ঢেউ এমনিতেই যে কারো মন কাড়বে... তার উপর এই ঢেউ যদি প্রিয় কারো'র আগমনী বার্তা হয়ে বাজে, তবে তা উপেক্ষা করা অত সহজ নয় ।
বেশ পুরনোদিনের গান, ঝিলের গান, সুন্দর গান, প্রিয়তম কারো'র জন্য প্রতীক্ষার গান, কারো আগমনী ধ্বনি'র গান... যে কারণেই হোক না কেন গানটা বিগত সময়গুলোতে প্রায়ই শুনতে মন চাইত । কিন্তু এই গানটা কারো কাছেই পাইনি । হয়ত তেমন ঘটা করে খোঁজাও হয়নি ।
ব্লগার বন্ধুদের কারো কাছে এই গানটার হদিস থাকলে, এবং তা জানালে কৃতার্থ থাকব ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।