আমাদের কথা খুঁজে নিন

   

কান্ট্রি সং - আমার মত করে ।।

shamseerbd@yahoo.com

চট্টগ্রাম থেকে অনেকদিন পর ট্রেনে করে ফিরছিলাম। একাকী যাত্রায় কানে হেডফোন গুজে দেয়া ছাড়া উপায় কি। চলতে চলতে হঠাৎ শুরু হল জন ডেনভারের "country road-take me home " , আমার ফিরতি পথ , তবুও ফিরে যাবার আকুলতা পেয়ে বসে। গানটি শুনতে শুনতে ইচ্ছা হল নিজের মত করে নিজের ভাষায় রচনার। মোবাইলের মেসেজ অপশানে গিয়ে একটা চেষ্টা দিলাম।

তারই ফলাফল নিন্মরূপ - শান্তির সুবাতাস , সুউচ্চ পাহাড় চূড়া জীবন সেখানে বয়ে চলে , নির্মল আনন্দে ঘেরা ও আমার প্রিয় শহর , টাইগার পাস থেকে সাগর সৈকত ভাটিয়ারী থেকে কর্ণফুলী প্রতিবারই ছেড়ে যায়-ফিরে আসব বলে। । আমার সেই সব স্মৃতিমাখা দিনগুলো পাহড়ের বুকে মেঘের লুকোচুরি সূর্য হারায় ঢেউয়ের চূড়ায় সবকিছু ফিরে আসে যখন আমি ছুটে চলি তোমার পথে। । প্রিয় সেই মুখগুলো ফিরে ফিরে আসে পাহাড়ের আকুলতায় সাগরের হাতছানি মাখায়।

যখন আমি ফিরে চলি ,তোমাকে পেছনে ফেলে মন শুধু কেঁদে বলে, আসব ফিরে তোমারি কোলে অপেক্ষায় থেকো তুমি, আমারি মত করে। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.