গান শুধু গান !!!
প্রিয় গ্রাম কখনো টানে? টানে কি সবুজ মাঠ, নদীর পাশে নিশ্চুপ বসে থাকা কি টানে, ফিরে যেতে কি মন চায় প্রিয় শৈশবের প্রিয় গাঁয়ে? যেখানে স্বর্গের প্রশান্তি মন ছুঁয়ে যায়, মৃদু বাতাস করে দেয় এলোমেলো। জানি আপনাকে টানে, টানতেই হবে। শিকড়কে অগ্রাহ্য কেউ করতে পারেনা। জন ডেনভের এই গানটা সংগীতপ্রেমীদের অতি পরিচিত এবং প্রিয় একটা গান আমি জানি। তারপরো প্রিয় গান বার বার সামনে আসলেও ক্ষতি নেই।
এই গানটা আমারো খুবি প্রিয়, মাঝে মাঝেই শুনি যদিও এটা শুনলে মনটা একটু খারাপ হয়ে যায় তবুও। গানটি আমাদের দেশের কোনো শহরকে নিয়ে নয়, প্রিয় শিল্পি গানটা গেয়েছিলেন তার প্রিয় শহর ওয়েষ্ট ভার্জিনিয়াকে নিয়ে। তবুও মিল পাওয়া যায় অনেক কিছুর সাথেই। পৃথিবীর গ্রামগুলো যে ভিন্ন কিছু নয়, মানুষগুলোও যে অভিন্ন সেটাই প্রমান পাওয়া যায় এই গানে। গানটা আগে শুনলেও আবার আমার সামনে এসেছিলো কিছুদিন পূর্বে দেখা একটা এনিমে হুইস্পার অফ দি হার্ট মুভিটা দেখার সময় ভিন্ন আঙ্গিকে অন্য একটি ভাষায়।
মুভিটা Studio Ghibli এর সিনেমা যেটা কিনা মাত্র ৪৭ বছর বয়সে মারা যাওয়া Yoshifumi Kondō এর পরিচালিওত একমাত্র সিনেমা। শিজুকু তুকিশুমা নামের বই পাগল একটা মেয়েকে কেন্দ্র করে সিনেমাটা এগিয়েছে, যে লিখতে ভালোবাসে, পড়তে ভালোবাসে। পাঠাগারের বইগুলো পড়তে যেয়ে আবিস্কার করে একটি স্বাক্ষর বইগুলোর শেষে। যার জন্য সে কৌতুহল অনুভব করে। একটি বিড়ালকে অনুসরন করতে যেয়ে পেয়েও যায় তাকে কিন্তু আবিস্কার করে পূর্বেই তার সাথে পরিচয় ছিলো ছেলেটির এবং তার জন্য বিরক্তিকর ও ছিলো সে।
এই সব নিয়ে বহু ঘটনা ঘটে সম্পুর্ণ রোমান্টিক ড্রামাটিকাল মুভিটাতে। ভালো লাগবে যারা মিষ্টি প্রেমের গল্প নিয়ে নির্মিত সিনেমা দেখতে ভালোবাসেন তাদের কাছে। আইএমডিবি রেটিং ৭.৯
মুভিটাতে এ ব্যবহৃত গানটি,
মুল লিঙ্ক
জন ডেনভার এর গানটা
বোল্টঃ
একটা সুপার কুকুর, যে কিনা নিমিষেই চোখের পলকে ভস্ম করে দিতে পারে যেকোনোকিছুই, একটি থাবায় অজ্ঞান করে দিতে পারে কোনো মানুষকে, তার একটা তীব্র হুঙ্কারে ধ্বংস হয়ে যেতে পারে সবকিছুই। এই বিশ্বাস নিয়েই ছিলো বোল্ট নামের কুকুরটি, যে তার মনিব পেনিকে যে কোনো মূল্যে বাঁচাতে বদ্ধ পরিকর। পেনি যখন একচক্ষু গ্রীন আয়েড ম্যান দ্বারা অপহরিত হয়।
সবকিছু বদলে যেতে থাকে। বদলে যায় বোল্টের জীবন, পেনিকে উদ্ধার করতে যেয়ে পেনিকেই হারিয়ে ফেলে। তার মিশন হয়ে উঠে পেনির কাছে ফেরত যাওয়ার। তীব্র ভালোবাসা তাকে উদ্ভুদ্দ করে। জীবনের কঠিন সত্য বুঝতে পারে এই সময়েই, এসব মোকাবেলা করেই এগিয়ে চলে তার প্রিয় মনিবকে খুঁজার।
অনেক সুন্দর এবং সুপরিচিত ওয়াল্ট ডিজনির এই সিনেমাটা অনেকেই হয়তো দেখে ফেলেছেন। যারা দেখেননি তারাও দেখে ফেলতে পারেন ৭.১ আইএমডিবি রেটিং প্রাপ্ত সিনেমাটা। এই সিনেমাটাতেও ঘরে ফেরার আকুলতা নিয়ে সুন্দর একটা গান আছে। সেই গানটি হলো,
এমন আরো কিছু পোষ্টঃ
প্রিয় এনিমেশন সিনেমার প্রিয় গান
প্রিয় এনিম প্রিয় গান ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।