অভিলাসী মন চন্দ্রে না পাক, জোছনায় পাক সামান্য ঠাই
আমেরিকান নেভী'র বড় কর্মকর্তার ছেলে বিশ্বের সর্বকালের সেরা রকস্টারদের অন্যতম জিম মরিসন আমার অন্যতম প্রিয় গায়ক। কিশোর বয়সে দ্যা ডোর্স ছিল নিজেদের ব্যান্ড গঠনের অন্যতম প্রেরনা। একটাই আশাছিল জিম মরিসনের "রোড হাউস ব্লুজ" গানটা পারফর্ম করবো একদিন। রক ধাঁচের গানে কি-বোর্ড তেমন পছন্দ করতাম না কিন্তু দ্যা ডোরস'এর গানের মাঝে ব্যাগ পাইপের প্রাধান্য নির্ভর কি-বোর্ডের হিসাবই আলাদা।
বাংলার ছেলেদের আবার গানের কথা ভাল না লাগলে কিছুই ভাল লাগে না।
আর গানের কথার জন্য জিম মরিসনের চেয়ে ভাল লেখক কমই এসেছে এখন পর্যন্ত।
আমার প্রিয় কিছু ট্র্যাক ;
এল,এ ও্যমান গানটায় যখন বলে, আর ইউ এ লাকি লিটল লেডি ইন দ্যা সিটি অফ লাইট অর এ্যানাদার লস্ট এ্যান্জেল ইন দ্যা সিটি অফ নাইট? তখন মনে হয় নাহ, আমেরিকানদের পাগল বলেই কথা শেষ করে দেয়া যায় না
L.A. Woman :
http://www.youtube.com/watch?v=L5ndhb5PzhY
যখন ঢাকা-রংপুর হাইওয়েতে গাড়ি চলবে ১৪০ এ তখন স্টিয়ারিং হাত রেখে সুর করে চিৎকার করে বলুন, কিপ ইউর আইস অন দ্যা রোড এন্ড ইউর হ্যান্ড আপ অন দ্যা হুইল,
Roadhouse Blues:
Click This Link
অথবা যখন বলে, লাভ মি টু টাইম, ওয়ান ফর টুমরো এ্যান্ড ওয়ান জাস্ট ফর টুডে তখন মনে হয় গ্লোবাল প্রেমিক কিশোর হয়ে যাই।
love me two times :
Click This Link
মরিসন যখন গায়, হেই লাভ ,আই লাভ ইউ ওয়ান্ট ইউ টেল মি ইউর নেইম, তখন ওকে বখাটেই মনে হয়
Click This Link
কিন্তু যখন ঐ ভেজা গলায় বলে, পিপল আর স্ট্রেন্জ হোয়েন ইউ আর স্ট্র্যেন্জার হোয়েন ফেইসেস লুক আগলি হোয়েন ইউ আর এ্যালোন। হোয়েন ইউ আর স্ট্রেন্জ ফেইসেস কাম আউট অফ রেইন, হোয়েন ইউ আর স্ট্রেন্জ নো ওয়ান রিমেম্বার্স ইউর নেইম। তখন মনে হয় এতো মহাকবি,
Click This Link
যখন মরিসন চিৎকার করে মাথায় ঢুকিয়ে দিয়েছিল, ব্রেক এ্যান্ড থ্রো টু দ্যা আদার সাইড তখন সত্যিই কতকিছু ছুড়ে ফেলেছি জীবনটাতে ,
Click This Link
এছাড়াও ওর আরো প্রচুর গান আছে, তবে আমি সবাইকে বলবো বেস্ট অফ "দ্যা ডোরস" এ্যালবামটার সিডি কিনে কালেকশনে রাখেন।
কখনোই ঠকবেন না।
আরেকটা রক ব্যান্ড হলো "নির্ভানা" তর্জমা করি "জান্নাত", দ্যা ডোরসের পর ৯০ এর দশকে নির্ভানার ভোকাল কার্ট কোবেইনের জনপ্রিয়তাই ছিল অন্যরকম। মাত্র ৩ জনের এই ব্যান্ডটা আদর্শ একটা রক ব্যান্ড। লিরিকসও স্বপ্নের আর প্লেইং মাথা খারাপ করে দেবার মত। যেমন রক হেড তেমনই মেলোডিয়াস।
আর কার্ট কোবেইনের চেহারাটা দেখলে মনে হয় আমেরিকায় যদি হিমু হতো তাহলেই এই মসফস্বলের কৃষকের ছেলেটাই হিমু হতো।
আমার খুবই প্রিয় গান
The Man Who Sold The World
http://www.youtube.com/watch?v=fregObNcHC8
২ মিনিট ৫০ সেকেন্ডের পর এক্যোয়েস্টিক গিটারে যেই লিডটা বাজায় সেটা শুনে দেখুন, আপনি যদি উড়ে না যান তবে এখানে এসে আমাকে বলে যাবেন প্লিজ।
আরেকটা সবাই শুনেছেন হয়তো , আমাদের বর্তমান সময়ের অস্থির চরিত্র এবং ব্যাক্তিসত্ত্বা যে ভয়াবহ পতনের মুখে সেটারই সঙ্গীত এই গান, হ্যালো, হ্যালো, হাউ লো? , মানে পতনের কতটুকু বন্ধু?
চিৎকার করে মাঝে মাঝে আশে পাশের সবাই কে জিজ্ঞেস করে দেখুন, হ্যালো....হাউ লো?
Smells Like Teen Spirit
http://www.youtube.com/watch?v=hTWKbfoikeg
আর ভালবাসার মানুষটাকে কাছে ডাকতে মন চায়? এভাবে ডাকুন যে, কাম এ্যাজ ইউ আর এ্যাজ ইউ ওয়্যার এ্যাজ আই ওয়ান্ট ইউ টু বি!
Come As You Are
Click This Link
অকালেই মারা যাওয়া খুব প্রিয় এই দুজনের গানগুলো ভাল লাগবেই।
ধন্যবাদান্তে,
প্রজন্ম৮৬
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।