পিংক ফ্লয়েড আমার অনেক প্রিয় একটা ব্যান্ড। গত ২/৩ মাস ধরে তাদের হাই হোপস গানটা শুনছি। মনে হয় আমার এই সময়টার জন্যই গানটা গাওয়া। পুরো গানের বিশ্লেষনে যাবো না। আমার প্রিয় কয়েকটা লাইন হলঃ
Encumbered forever by desire and ambition
There's a hunger still unsatisfied
Our weary eyes still stray to the horizon
Though down this road we've been so many times
The grass was greener
The light was brighter
The taste was sweeter
The nights of wonder
With friends surrounded
The dawn mist glowing
The water flowing
The endless river
Forever and ever
বিশ্ববিদ্যালয় ছেড়েছি ৩ মাস হয়, হলে থাকতাম।
সেই গণরুম, ব্যালকনি, বারান্দা, বাগান...টিএসসি, হাকিম,সেলিম,লাইব্রেরি, সোহরাওয়ার্দি....কোথায় না বিচরন ছিল??এমন কোন জায়গা নেই, নেই এমন কোনো অনুষ্ঠান যেখানে যাইনি। এমন কোনো মজা নেই যা করিনি। পুরো ৬ বছর ছিল এক স্বপ্নের আধার....যেখানে সুখের স্বপ্নে বিভোর থেকেছি...দুঃস্বপ্নে বার বার জেগে উঠেছি। রাত কখন ভোর হয়ে গেছে টের পাইনি। দিনের আলোর মত বাস্তবতা এখন চারপাশে।
ক্যাম্পাসটা ছিল মায়ের মতন আর বন্ধুগুলো সব ভাই-বোন,দাদা-দাদী,নানা-নানী...মামা-চাচা সববব। টিএসসির খুব কম অনুষ্ঠান মিস করেছি। সব উৎসব আনন্দ কে প্রানভরে উপভোগ করেছি। পড়াশোনা শেষ করেই ছাড়তে হলো ঢাকা ক্যাম্পাসে তাই সব সময় যেতে পারিনা...তবে যখনই যাই মনে হয় প্রতিটা মুহুর্ত যেন ক্যাম্পাসে থাকি কোনো কিছুই যেন মিস না হয়!! আমি জানিনা আমার মতো করে ক্যাম্পাস কে কেউ ভালোবাসে কিনা অথবা মিস করে কিনা...বড় হবার পর এই ক্যাম্পাসেই সবচেয়ে বেশি দিন থেকেছি তো...অনেক অনেক স্মৃতি তাই ....ওখানকার ঘাসগুলো সত্যিই ছিল অনেক সবুজ...আলো গুলো ছিল অনেক অনেক উজ্জ্বল....স্মৃতিগুলো মধুর...বন্ধুরা থাকতো ঘিরে প্রতিক্ষন...দিন গুলো ছিল আলোকিত....রাতগুলো ছিল আচ্ছন্ন করা...স্রোত বইছে...নদী চলেছে...অবিরাম,চিরকাল। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।