আমাদের কথা খুঁজে নিন

   

বাংলা বানান রীতি-৪ ( "আকাঙ্ক্ষা" এবং "নিগম" বিশ্লেষণ)

ইমরোজ

আজকেই এই বানানটা নিয়ে লিখবো ভাবছিলাম। কাকতালীয় ভাবে, দুপুরে একটা সাইন বোর্ডে চোখে পড়লো বানানটা। তাতে লেখা ছিলো, আকাংখা। যা পুরোপুরি ভুল বানান। আমাদের দেশের সাইনবোর্ড লিখিয়েদের সমালোচনা করে লাভ নেই, তবে এটা ঠিক সঠিক বানান না ব্যবহার করলে ভাষা সম্পর্কে আমাদের অজ্ঞতাই প্রকাশ পায়।

আকাঙ্ক্ষা শব্দটি আমার কাছে ইচ্ছা থেকে অনেক শক্ত শব্দ বলে মনে হয়। আকাঙ্ক্ষা- ইচ্ছা; বাসনা; অভিলাষ। যেমন, অধিক লাভের আকাঙ্ক্ষা থেকেই তো এই ব্যবসায় নামা। আরেকটি শব্দ আমার চোখে পড়েছিলো অনেকদিন আগে। কোলকাতা যাবার সময়ে।

শব্দটি কোলকাতার ডাইরেক্ট বাসে লেখা দেখেছিলাম। শব্দটি হলো নিগম। পশ্চিমবঙ্গ ভূতল পরিবহন নিগম লেখা থাকে কোলকাতার বাসে। নিগম অর্থ হলো প্রবেশ করানো। এর আরেকটি অর্থ হলো প্যাসেজ।

অর্থাৎ একটি চলার পথ বা স্থান। তবে উপরের ক্ষুদ্র বাক্যে ব্যবহার করা শব্দটির অর্থ হলো করপোরেশন। নিম্নে অর্থ পার্থক্য দেওয়া হলো- নিগম- ১ প্রবেশ করানো। ২ প্যাসেজ বা খোলা স্থান বিশেষ। ৩ কোন কিছুর থেকে প্রাপ্ত ফলাফল।

৪ বৈদিক লেখা; তন্ত্রশাস্ত্র; বেদভাষ্যগ্রন্থ। ৫ ধার্মিক লোকের বাণী। ৬ বাজার; টাউন; শহর। ৭ রাস্তা; বের হবার পথ; করপোরেশন; মিউনিসিপালিটি। (সূত্রঃ বাংলা একাডেমি)


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.