আমার ব্যক্তিগত ব্লগ
দার্জিলিংয়ে প্রথম যে জায়গায় বেড়াতে গিয়েছিলাম, সেটা হলো রক গার্ডেন (যদি ভুলে না গিয়ে থাকি)। একটা সুন্দর ঝরনাকে নিয়ে বড় একটা পার্ক। সুন্দর ফুলের গাছ দিয়ে সাজানো। মাঝে মাঝে রয়েছে কাঠের সুন্দর বেন্চ, বসার জন্য। পাথরের উপরও বসা যায়।
ঝরনার উপর দিয়ে বেশ কিছু ফুট ব্রীজ রয়েছে। নিচে ছোট বড় নানা পাথরের মধ্য দিয়ে চলেছে ঝরনার পানি।
আমি গরমের দেশের মানুষ। আমাদের দেশের ঝরনার পানির ঠান্ডা খুবই আরামের। শীতকালে কি হয় ধারনা নেই।
এখানকার পানি বেশ ঠান্ডা। হঠাৎ পায়ে লাগলে চমকে উঠতে হয়। হাতে বেশ কিছু বোঝা ছিল, খাবারের আর গরম কাপড়ের। তার উপর রয়েছে স্যান্ডেল। এতো কিছু হাতে নিয়ে পানিতে নামতে বেশ অসুবিধা হয়।
তাও নামলাম। পিচ্ছিল পাথরের উপর পা রেখে, হাতে বোঝা নিয়ে ব্যালেন্স করতে করতে পানিতে নামলাম। পানির স্রোত মনে হচ্ছিল ফেলে দিবে। সামহোয়্যার আউট খুব সহজে লাফিয়ে লাফিয়ে এক পাথর থেকে আরেক পাথরে চলে গেল। আমি এক পা দেই তো টলতে থাকি।
বহু কষ্টে এক পাথর থেকে আরেক পাথরে লাফ দিয়ে গেলাম। তারপর ওকে বললাম , আর না। তারচেয়ে পাথরের উপর বসে পানিতে পা ভিজিয়ে রাখা ভাল । তাই করেছিলাম। তারপর সামহোয়্যার আউট এর হাত ধরে কোন মতে আবার তীরে ফিরলাম।
আপনারা কেউ যদি যান তো অনুরোধ রইল সময় নিয়ে যাবেন। গেলাম, দেখলাম আর চলে আসলাম, এই যদি করেন তো (প্যাকেজে গেলে তাই করতে হবে) ঠিক মতোন উপলব্ধি করা হবে না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।