নির্জন ঝর্ণার জলে গা ভাসিয়ে দিলাম............
দুখণ্ড সাদাবস্ত্র মুড়িয়ে ব্যাঙের ছত্রাক বানালে
তারপর সুন্দরদ্বয়কে দিলে ঢেকে
তারা প্রাকৃতিক ওমে আবেশিত হলো
এবং সত্যি শুভ্রফুল হয়ে ফুটলো__আমি এক আবহমান শিশু
ফুলের মুখে মুখ রেখে গোলাপের ঘ্রাণ শুঁকলাম
অমনি রাত্রিময় আঁধার চন্দন ঘ্রাণে আমার আতপরুম ম ম করতে থাকলো
তুমি রাজপ্রাসাদে প্রবেশের অনুমতি দিতেই
সফেদ বিছানা ফুলবতী শয্যা হলো__অমনি আমি
নির্জন ঝর্ণার জলে গা ভাসিয়ে দিলাম............
২২.০৯.২০১৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।