যুদ্ধাপরাধীর বিচার ও জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবী করছি
সম্মানীত ব্লগার মিরাজ ভাইয়ের একটি পোষ্টে মন্তব্য আকারে দেয়া একটি বক্তব্য দিয়ে পোষ্ট শুরু করলাম।
--
@ মিরাজ
এতদিন ব্লগে থেকেও বুঝত পারলেন না কাদের কথায় পাত্তা দিতে হবে, কাদের এড়িয়ে যেতে হবে?
একদল বাচ্চা রাজাকারের লোভনীয় কমেন্টের মুখে পড়লে কেমন লাগে, তা আমার চেয়ে ভাল আর কেউ জানে না। গত একবছর এই বাচ্চা রাজাকারদের কাজকর্ম দেখেছি।
১) এরাই তারা, যারা হাজার নিকের ফ্যাক্টরী থেকে নিক নিয়ে ৩০ লক্ষ শহীদের আত্নাকে অপমান করে জঘন্য সব পোষ্ট দিয়েছে এবং দিচ্ছে।
২) এরাই তারা, যারা দৈনিক সংগ্রাম/নয়া দিগন্ত/সাপ্তাহিক সোনার বাংলা থেকে কপি পেস্ট করে সন্মানিত জাতিয় নেতৃত্ববৃন্দ ও বিশিস্ট মুক্তিযুদ্ধাদের বিরুদ্ধে প্রপাগান্ডা করছে।
৩) এরাই তারা, যারা ব্লগের মিথ্যাচার ছাড়া কথাই বলতে পারে না।
৪) এরাই তারা, যারা ব্লগকে নিজের বাপের সম্পত্তি মনে করে।
৫) এরাই তারা, যারা ব্লগের মেয়েদের নিম্নশ্রেনীর প্রানী মনে করে এবং অপমান করে (রাগ ইমন/ত্রিভুজ - সাইমুম/ত্রিলোরা) করার কারনে ব্যান হয়েছে এবং ক্ষমা চেয়েছে।
৬) এরাই তারা, যারা ব্লগে নানান নিক নিয়ে এসে মেয়েদের জ্বালাতন করে। (উদাহরন ত্রিভুজ, সাইমুম)
৭) এরাই তারা, যারা অন্য একটি নিক নিয়ে গালি দিয়ে বিপক্ষে পোষ্ট দিয়ে আবার নিজেরাই সেটার বিরুদ্ধে আন্দোলন করে..
৮) এরাই তারা, যারা ব্লগে কেউ ইসলামীক চিন্তা ধারার আড়ালে জামাতি ভাবধারা প্রচার করে।
.
৯) এরাই সেই জঘন্য ব্লগার, যারা ব্লগের মেয়েদের নামে ন্যুড ছেপেছিলো একদা... বলে মাসের পর মাস সিনক্রিয়েট করে সুবিধা নিতে চায়।
...আরো অনেক আছে...... আস্তে আস্তে আপডেট হবে (রেফারেন্সগুলো সব সেভ করার পর.. কারন এরা আবার পোষ্ট মুছে দিয়ে বলে বসবে তারা এসব করেনি... মিথ্যা বলায় এদের চাইতে পারদর্শী আপনি আর কাউকে পাবেন না। )
এদেরকে যদি আপনি রাজাকারী চেতনাধারী বলেন, তাহলে মুক্তিযুদ্ধের প্রতি সঠিক সন্মান দেখানো হবে। এদের রাজাকার না বললে মুক্তিযুদ্ধের অপমান হবে... সর্বপরি এই বাংলাদেশের অপমান হবে।
বেটার ইগনোর করে যান... আপনার লেখা দিয়েই আপনাকে লোকে চিনে নিবে।
কতিপয় রাজাকারের বাচ্চার প্রলোভন থেকে নিজেকে বাচান।
আপনার প্রতি সহমর্মিতা প্রকাশ করে শেষ করলাম। ভাল থাকুন।
জয় হোক রাজাকার বিরোধী সংগ্রাম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।