সামুতে বারবার ইসলাম ধর্মকে অবমাননা করলেও কর্তৃপক্ষের নিশ্চুপ থাকার বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে ব্লগিং বন্ধ করলাম এখানে। ধিক্কার সামুর কর্তৃপক্ষকে
কি অবাক হচ্ছেন?? ঠিক এমনই ঘটনা ঘটেছে ঝালকাঠিতে! ফসল নষ্ট করায় জমির মালিকের লাঠির আঘাতে প্রতিবেশির একটা ছাগল এর পা ভেঙ্গে যায়! যার পরিনামে ছাগলের মালিকের লাঠির আঘাতে জমির মালিকের পা ভেঙ্গে দিয়েছে! ছাগলের একটা পা-র বিনিময়ে মানুষের একটা পা। জমির মালিক মনুষ্য হাসপাতালে এবং ছাগল পশু হাসপাতালে চিকিৎসাধীন!! আগে জানতাম আমরা পন্ডিত মশাই আর কুত্তার ৩ ঠ্যাং এর গল্প!! এবার দেখছি ছাগল আর মানুষের ঠ্যাং গল্প!! উন্নতি কার, মানুষের নাকি ছাগলের??
একটা প্রশ্নঃ একটা ছাগলের ঠ্যাং যদি একটা মানুষের ঠ্যাং এর সমান হয়, তাহলে কি জ্যামিতিক অনুসিদ্ধান্ত অনুসারে বলতে পারিনা যে মানুষ আর ছাগল সমান????
তথ্যসূত্রঃ যুগান্তর
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।