আমাদের কথা খুঁজে নিন

   

নিটোল পায়ে



মন ভাবে তারে এই মেঘেলা দিনে শীতল কুয়াশাতে তার স্পর্শে (২) তার রুনুঝুনু নূপূরের সাজে বাতাসে যেন মৃদু সুবাস আসে। নিটোল পায়ে রিনিক ঝিনিক পায়েল খানি বাজে মাদুল বাজে সেই শান্তিতে শ্যামা মেয়ে নাচে (২) চাদেঁর অধরে যেন তোমার হাসির মাঝে সোনালি আবেশে তবে সাগর ধারে হৃদয়ের মাঝে কবে বেধেঁ ছিলে বাঁধন ভালবাসা তবে কেন মনের অগোচরে তু তু তু তুমি কি আমার বন্ধু আজ কেন বলোনি তুমি কি আমার বন্ধু কেন ভালবাসনি মন ভাবে তারে এই মেঘেলা দিনে শীতল কুয়াশাতে তার স্পর্শে (২) তার রুনুঝুনু নূপূরের সাজে বাতাসে যেন মৃদু সুবাসে। নিটোল পায়ে রিনিক ঝিনিক পায়েল খানি বাজে মাদুল বাজে সেই শান্তিতে শ্যামা মেয়ে নাচে (৩)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।