আমাদের কথা খুঁজে নিন

   

নিটোল পায়ে রিনিক-ঝিনিক বৃষ্টি মেয়ে নাচে!



বৃষ্টিটার উপর ক্ষেপে আছি। ইডিয়টটার সময়জ্ঞান বলতে কিছু নেই,আসার কোন ঠিকঠিকানা নেই। সন্ধ্যায় বের হবার আগে অনেকক্ষণ অপেক্ষা করলাম,যদি চলে আসতো,বের হওয়াটা ফাঁকি দেয়া যেত,নাহয় বৃষ্টির সাথে আড্ডা আর গানেই সন্ধ্যাটা কাটিয়ে দিতাম। কিন্তু খেয়ালিটা কি কোনদিন সময়মতো এসেছে নাকি? বের হয়ে একটু ঘুরেফিরে বাসায় আসবো,কি ভেবে চলে গেলাম আরেক বন্ধুর বাড়ি,আর সাথে সাথেই উদয় হলো,সবকিছু ভেঙে দিয়ে,থামিয়ে দিয়ে,ঝিম ধরিয়ে দিয়ে,নাচতে নাচতে হাসতে হাসতে। আটকে থাকলাম ওখানেই,অন্যের বাসায় রাত ১১টা পর্যন্ত। মাঝে একটু যাই যাই করছিলো,বের হয়েছিলাম,আবার কি হলো কে জানে,ঝিম ধরা আলাপ বাড়িয়ে দিয়ে আটকে দিলো। শেষে দুচ্ছাই বলে বের হয়েই গেলাম,ওর জন্য বসে থাকলে আমার পোষাবে নাকি? দৌড়ে দৌড়ে বাসায়,পানি ভেঙে অনেকটা ঘুরে। কিন্তু আজ বৃষ্টির জমানো কথা আর শেষ হচ্ছেই না,রিমঝিম করে নেচেই যাচ্ছে আর কলকল করে বলেই যাচ্ছে,রাত তো অনেক হলো কিন্তু ও কখন ঘুমাবে? নাকি আজ ঘুমাবেই না,সারারাতই গান গাইবে? আমার ঘুমের তাহলে হবেটা কি? এই নেশা ধরানো রুমঝুম নাচের মাঝে কি ঘুমানো যায়? পাশের বাসার টিনের চালটা পাকা যন্ত্রীর মত তাল দিয়ে যাচ্ছে যে! একটা রাতের ঘুম কি তাহলে বাদই দেব পাগলটার জন্য? তার রুমঝুম নূপুরের সাজে,বাতাসে যেন মৃদু সুবাসে,নিটোল পায়ে রিনিক-ঝিনিক পায়েলখানি বাজে,মাদল বাজে সেই সঙ্গেতে,শ্যামা মেয়ে নাচে। আচ্ছা,বৃষ্টি নামের মন উদাস করা ঘুম কেড়ে নেয়া শ্যামা মেয়েটা কেমন দেখতে??

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।