আমাদের কথা খুঁজে নিন

   

বাংলা বানান রীতি-২ ("বুঝা" এবং "বোঝা" বিশ্লেষণ)

ইমরোজ

"বুঝা" এবং "বোঝা" শব্দ দুইটি নিয়ে আমাদের মধ্যে যথেষ্ট বিতর্ক আছে। আমরা অনেকেই "বুঝা" এর জায়গায় "বোঝা" লিখি। আমি এ পর্যন্ত একতরফা ভুল দেখেছি। অর্থাৎ, কখনও দেখিনি কেউ "বোঝা" এর স্থানে "বুঝা" ব্যবহার করেছেন। বুঝ(১)- বোধ; বিচার; জ্ঞান।

যেমন, কী বলেছেন, তার কিছুই বুঝতে পারিনি। বুঝা গেল তুমি একটা ভুল করেছ। খেয়াল করবেন দ্বিতীয় বাক্যটির "বুঝা" শব্দটি অনেকে ভুল করে "বোঝা" লিখে থাকেন। "বুঝ" একটা নাম শব্দ। এর সাথে "আ" প্রত্যয় যোগে গঠিত হয় "বুঝা" শব্দটি।

"বুঝা" ধাতু হিসেবে ব্যবহার করা যেতে পারে এক অর্থে যে এর সাথে ক্রিয়া বিভক্তি ইতেছেন (বুঝা+ইতেছেন) যোগ করে "বুঝাইতেছেন" একটি অর্থবোধক শব্দ হয়। কিন্তু তা ব্যাকরণের নিয়ম অনুসারে অশুদ্ধ। বুঝ(২)- প্রবোধ; সান্ত্বনা। যেমন, তাকে বুঝ দিয়ে লাভ নাই। তিনি অনেক বুঝানোর(এখানে বোঝানোর হবে না) চেষ্টা করেছেন, লাভ হয়নি।

বোঝা(১)- ভার; মোট। যেমন, তার বোঝা টানার শক্তি ছিলো না। সংসারের বোঝা টানতে টানতে আমি হয়রান। ২, দায়িত্ব। যেমন, না জেনে এত বড় বোঝা নিতে গেলে কেন? বোঝাই- পূর্ণ বা ভর্তি।

যেমন, মাল বোঝাই ট্রাকটিকে পুলিশ আটক করলো। (সূত্রঃ বাংলা একাডেমি)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.