একজন সফো বলছি
সম্প্রতি গ্রামীণফোন "আপনার টার্গেট কত?" এই শিরোনামে একটা অফার দিয়েছে।
যেখানে বলা হচ্ছে, আপনি যদি জানুয়ারী মাসে বিগত ডিসেম্বর মাসের দ্বিগুন ব্যবহার করেন তাহলে ফেব্রুয়ারী মাসে ২০০মিনিট ৫০পয়সা জিপি টু জিপি কথা বলুন।
এমন ফালতু অফার বাজারে এখন দ্বিতীয়টা নাই।
কেউ যদি ডিসেম্বর মাসে ০ টাকা কথা বলে, জানুয়ারী মাসে ১ টাকা কথা বলেন তাহলে উনি ফেব্রুয়ারী মাসে ২০০মিনিট ৫০পয়সা জিপি টু জিপি কথা বলতে পারবেন।
কিন্তু, কেউ যদি ডিসেম্বর মাসে ১৫০০ টাকা কথা বলে থাকেন, তাহলে তাকে জানুয়ারী মাসে ৩০০০ টাকা কথা বলতে হবে যদি ফেব্রুয়ারী মাসের অফারটা নিতে চান।
এমন বৈষম্য কেন?
অনেকে হয়ত বলবেন, যারা অনেক দিন ধরে জিপি সিম বন্ধ রেখেছেন তাদেরকে আবার ধরতে এই অফার। তাহলে, এত ভন্ডামী না করে সোজা বললেই তো হয় "এখনি সিম অন করলে এই অফার।"
*গ্রামীণফোনের পক্ষে কেউ যদি পাল্টা জবাব দিতেন তাহলে খুশি হব।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।