এখনও নির্জন দিন তোমার আঘ্রান নিয়ে আসে
স্মৃতির সমুদ্রতীরে অবসন্ন মন
অপেক্ষা করে রাত আসবে কখন,
বিষণ্ণ সন্ধ্যা নামে গাছের পাতায়
বিবর্ণ স্বপ্নের শব আমার খাতায়।
শিশিরের গন্ধটুকু
চুরি করে নিয়ে যায়-
হেমন্তের শীতল বাতাস,
পরে থাকে শুণ্যতা অসহায় আকুলতা
একরাশ নিথর দীর্ঘশ্বাস।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।