আমি একজন নিরাপদ ব্লগার
ব্লগে আবার পড়াশুনা। কেমন যেন শুনাচ্ছে ? কেউ আবার পালাবেন না যেন। পড়াশুনা টা যদি হয় মজার তাহলে কার না পড়তে ভাল লাগে? আপনি পাগল হলেন নাকি পড়াশুনা আবার মজার? আচ্ছা পড়াশুনাটা মজার করা যায় কিভাবে? নিজ ভাষাতে পড়াশুনা হলে অনেক সহজ হয়। স্কুলে যখন পড়াতাম পদার্থ , রসায়ন কেমন জানি ভুতুরে ভুতুরে মনে হত। সব মুখস্থ করা আর কি? যেমন , পদার্থ বিজ্ঞানে ধারক এর কথা।
ধারক মানে ক্যাপাসিটর না দেখেই এর সমীকরন সংজ্ঞা মুখস্থ করতে কার ভাল লাগে? ধুর...
কিন্তু ইউনিতে উঠে দেখি বিশাল মোটা মোটা ইংরেজী বই। আবার তার ফটোকপি ভার্সন। আর বাংলা বই পাওয়া দুরুহ। স্বশিক্ষিত হওয়া মনে হয় দুরুহ।
ভাষা বুঝতে বুঝতে ফাস্র্ট ইয়ার শেষ? ইংরেজীতে বই না হলেই কি নয়?
কম্পিউটার এর বাংলা বই যা পেলাম তা অনেকাংশেই অখাদ্য।
কি করনীয় ইংরেজী ছাড়া উপায় নেই?
কয় দিন আগে সাইফুর'স এ ফনেটিকস এর ক্লাস করলাম। A,B,C... উচ্চারন শোখানো হলো প্রথম ক্লাসে। পুরো ক্লাসে প্রাকটিস করতে করতে মুখ ব্যথা হয়ে যেত। ক্লাস করার সময় আমার ছোট বেলার আরবী শেখার কথা মনে পড়তো । হলকের শুরু হইতে হামযা, হা .....।
তারাও তো ফোন শেখায় । আরবী ফোন।
এখনও অনেক আগ্রহ নিয়ে পড়তে বসি। অনেক শেখার আগ্রহ। প্রাকটিক্যাল শেখার আগ্রহ।
কিন্তু বিধিবাম অনেক ধরনের ফোরাম পাওয়া যায় শেখার জন্য । কিন্তু কম্পিউটার শেখার বাংলা ফোরাম তেমন নাই। ফলাফল ইংরেজীর ধারস্থ হওয়া।
জাপানী, হিন্দি, জার্মানী বিভিন্ন ভাষায় বিভিন্ন ফোরাম থাকলেও বাংলায় কোন ফোরাম নেই।
কিন্তু অনেক ভাল ভাল প্রোগ্রামার আছে বাংলাদেশের।
আমরা এক হয়ে একটা বাংলা প্রোগ্রামিং ফোরাম করতে সমস্যা কোথায়?আসুন না একবার নতুন করে ভাবি...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।