সিনেমায় যারা মন্তাজ বিষয়টা কম কম বুঝেন অথবা তেমন বুঝেন না, তাদেরকে মন্তাজের উপর লেখা টেক্সট দেয়া হবে আগে ম্যুভিয়ানার পক্ষ থেকা।
তারপর এমন কোনো একটা ছবি ছাইরা দেখানো হবে যেইখানে নাকি মন্তাজের কারিশমাগুলা স্পস্ট। ক্লাসরুমে দুস্প্রাপ্য ছবি প্রোভাইড এবং প্রদর্শন করবে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ।
এরপরে কিছুক্ষন লেকচার এই বিষয়ে। লেকচার শেষে সবাই শিক্ষকের লগে আলোচনা করবে যে কে কেমন বুঝলেন।
মতামত জানাবেন।
মোট আঠারোটা বিষয়ের উপরে এইভাবে আঠারোটা ক্লাস করানো হবে, ক্লাস নিবেন সেই সেই বিষয়ের বিশেষজ্ঞরা।
ক্লাস শুরু হবে ২৮ অক্টোবর থেকা বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রতি শুক্র আর শনিবার বিকার ৩টা থেকা ৭টা পর্যন্ত।
কোর্স ফি ১০০০ টাকা। শাহবাগের আজিজ মার্কেটের দোতালায় ম্যুভিয়ানার কার্যালয়ে রেজিস্ট্রেশন চলবে ২৪শে অক্টোবর পর্যন্ত।
Click This Link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।