অযথা ঝগড়া বিবাদ ভাল লাগে না। শিক্ষা বলতে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়। সু শিক্ষা চাই সর্বত্র। আজ ( ৩১ আগস্ট ) ও কাল ঢাকার রুপসী বাংলা হোটেলে ( সাবেক শেরাটন) মালয়েশিয়ায় পড়াশুনা নিয়ে মেলার আয়োজন করেছে মালয়েশিয়ান এ্যামব্যাসী। মেলায় প্রবেশ ফ্রি। ঢাকার সামু বন্ধুরা মেলায় গিয়ে পর্যাপ্ত তথ্য নিতে পারেন। পরে সেই সমস্ত তথ্য সামুতে প্রকাশ করলে সবাই যেমন উপকৃত হবে তেমনি সুনাম বাড়বে আমাদের প্রিয় এই ব্লগটির। তথ্য নেয়ার সময় কলেজ / ভার্সিটির নাম, ভর্তি ফি, টিউশন ফি, স্কলারশীপের ব্যবস্থা এবং পার্ট টাইমের কাজের সুবিধার বিষয়গুলো ভালভাবে জানতে হবে। সেই সাথে ভর্তির জন্য কি যোগ্যতা, টোফেল, আইএলটিইএস লাগে কি না এইসব।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।