আমাদের কথা খুঁজে নিন

   

এরা কি কোনদিন মানুষ হবে? না কি জন্ম থেকে আমৃত্যু চোরই থেকে যাবে? এদের ব্যাপারে শাস্তি নির্ধারণের জন্য কর্তৃপক্ষের নিকট দাবী জানাচ্ছি

জন্মোপার থেকে পৃথিবী হয়ে অনন্তে >>> ©www.fazleelahi.com

রোকন নামক এক ব্লগার আমার একটি ছবি আমার নিজস্ব ওয়েব সাইট থেকে চুরি করে তার প্রোফাইলে প্রতিস্থাপন করে যে চরম নিচুতার পরিচয় দিয়েছে; সে ব্যাপারে ইতিমধ্যে আমি কর্তৃপক্ষকে রিপোর্ট করেছি, আর এই সাময়িক পোষ্টখানা দিলাম ব্লগারদের অবগতির জন্য। মুছে ফেলা হবে। (সংশোধনী: ছবি চোর ছবিটি পাল্টেছিল, কিন্তু চোরের স্বভাব মৃত্যুর আগেও পরিবর্তন হয় না। আবারো লাগালো ছবিটি। তাই এই চোর ব্লগারকে স্থায়ীভাবে বহিস্কার না করা পর্যন্ত পোষ্ট থাকবে।

কেননা, ছবি চুরি ও বিকৃতি আগে অনেকবার ঘটেছে এখনো ঘটেই যাচ্ছে। তাই প্রতিবাদ স্বরূপ শাস্তি না হওয়া পর্যন্ত পোষ্ট রাখার সিদ্ধান্ত নিলাম। ) এরা আসলে কারা? কোন্ চৌর্যবৃত্তিময় সমাজে এদের বেড়ে উঠা? অথবা আদৌ কোন সমাজে নয় এদের বসবাস, কোন পুঁতি গন্ধময় অন্ধকারেই কিলবিল করেছে এবং আজো করছে এই চোরগুলো? কন্ট্রাক্টার হলে ইট-বালি চুরি, ক্ষমতা পেলে রাষ্ট্রের সম্পদ চুরি, চেয়ারম্যান হলে গম চুরি, কবিতা চুরি, গল্প চুরি, প্রবন্ধ চুরি..........আরো শতরকম চুরিতে পারদর্শী এই চৌর্যগোষ্ঠী। তাই বলতে হচ্ছে যে, চুয়াত্তরের কম্বল চুরি বুঝি আর ভুলতে পারলি না। এযাবৎ কেবল চুরিই করে গেলি।

অবশেষে এই ব্লগে এসে ছবি চুরি। আচ্ছা, তোমাদের চেহারা কি এতই কদাকার যে, নিজের নামের সাথে মেলাতে পারছো না? কতটা হীনমন্যতায় ভুগলে অন্যের ছবি নিজের প্রোফাইলে ব্যবহার করতে পারে, তার দৃষ্টান্ত পাওয়া যায় এই ব্লগে কিছু প্রাণীর মাঝে। কর্তৃপক্ষ শুধুমাত্র আমার ছবি অপসারণ করলেই হবে না; বরং চুরির মত এহেন জঘন্য অপরাধের জন্য "রোকন" নামক ব্লগারকে চিরতরে এই ব্লগ থেকে ব্যান করার দাবী জানাচ্ছি। যাতে ভবিষ্যতে আর কেউ চুরি'র মত ঘৃণ্য অপরাধে জড়িয়ে না পড়ে। প্রিয় ব্লগার বন্ধুগণ, বংশজাত চোর হবে হয়ত, দেখুন নির্লজ্জের মত পাল্টা পোষ্ট দিয়েছে।

নিশ্চিত হতে আমার নিজস্ব ওয়েবসাইট ভিজিট করুন। http://fem.wetpaint.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।