........................ আমার পোস্ট এর হেডিং টা অনেক বিরক্তি নিয়ে লিখতে হয়েছে। এ যুগে উঠতি বয়সী তরুন প্রজন্ম খুব বেশী বেক্তি স্বাধীনতায় বিশ্বাসী হয়ে উঠছে। জীবন সঙ্গী, ক্যারিয়ার সব কিছু নিজের পছন্দ মত বেছে নিতে চাইছে। খুবই ভাল কথা। আমার তাতে বিন্দু মাত্র আপত্তি নেই।
বরং সাধুবাদ জানাই। এ যুগে বয় ফ্রেন্ড বা গার্ল ফ্রেন্ড বিহীন মানুষ এর সংখ্যা খুব কম। প্রত্যেকে নিজের নিজের পছন্দ এর মানুষের সাথে নিজের অনুভুতি, আবেগ, জীবনের ছোট ছোট বিষয় গুলো শেয়ার করছে। এটা ও ভাল কথা। জীবনে চলার পথে একজন সঙ্গির প্রয়োজন হতেই পারে, যার সাথে সুখ, দুঃখ ছোট ছোট আবেগের ব্যাপার গুলো শেয়ার করলে মানসিক আত্মবিশ্বাস সুদৃঢ় হয়।
আবেগের ভেলায় ভেসে অনেক যুগল ই বিয়ের পূর্বেই শারীরিক সম্পর্ক স্থাপন করছে, যদি ও সবাই নয়। আপনি ও নিজের বুকে হাত দিয়ে বলুন তো? আপনি আপনার বয় ফ্রেন্ড বা গার্ল ফ্রেন্ড কে কি একটি বারের জন্য আপন করে পেতে চান না। আমি মুসলমান, ধর্মে বিয়ের আগে শারীরিক সম্পর্ক নিষিদ্ধ বলেই মানি। ধরি প্রগতির ধারায় এমন ভাবা ছাগু হউয়ার লক্ষন। তাই ধর্মের কথা ও বাদ দিলাম।
আপনি যা খুশি করুন, আধুনিক যুগে আপনি নিজের পছন্দ মত চলতেই পারেন। তা দোষের কিছু না।
কিন্তু হয়ত আপনার কোন বন্ধুর বয় ফ্রেন্ড বা গার্ল ফ্রেন্ড যখন আপনার বন্ধুর বা পরিচিত জনের সাথে শারীরিক সম্পর্কের পর ভালবাসা কে লাথি মেরে ছেড়ে চলে যাচ্ছে, বা তাদের একান্ত মেলামেশার মুহূর্ত কে বাজার এ ছেড়ে দিচ্ছে, তখন সমাজ বেবস্থা কে দোষ দিচ্ছেন আপনি। মেয়ে হলে ছেলে টাকে দোষ দিচ্ছেন, ছেলে হলে মেয়ে কে ছলনাময়ি বলে গালাগাল দিচ্ছেন। কিন্তু এখন গালি দিচ্ছেন কেন??? জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জীবন সঙ্গী নির্বাচন এর আগে কেন সতর্ক হচ্ছেন না??? সমাজ এ চিরকাল ই ভাল খারাপ থাকবে।
আমি তাই বলে যারা ভালোবাসার নামে শরীরের খেলায় মেতে ওঠে, মোটেই তাদের সাফাই গাইছি না। ওদের লাথি মেরে লিঙ্গ নিষ্ক্রিয় করে দেয়ার পক্ষে আমি, সে ছেলে হোক, এর মেয়েই হোক। আমি নারী কে সম্মান করি। কিন্তু নিম্ন মামসিকতার মানুষের কোন স্থান নেই, সে জেই হোক।
আর সবাই মনে বিকৃত চিন্তা নিয়ে যদি অন্য কে দোষ দেয়ার প্রবনতা চলতেই থাকে, তবে আমার দাবি এদেশে ওপেন সেক্স চালু করা হোক।
তখন অন্তত কোন বাবা মা জেনে কষ্ট পাবে না যে তার সন্তান পরা লেখার নাম এ শরীরের খেলায় মেতে আছে। আশে পাশে এসব দেখে আমরা ও ধর্ষণ, প্রেমের নাম শারীরিক সম্পর্ক - এসব বিষয় এ আর কষ্ট পাব না।
আমার কথা শুনে কিছু সুশীলদের ভাল লাগবে না হয়ত। না বুঝে উলতা পাল্টা কথা বললে আমার ও ভাল লাগবে না। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।