উইকিপিডিয়ায় বাংলাদেশের সীতাকুন্ড উপজেলার উপরে নিবন্ধ লেখা হচ্ছে, তার মানোন্নয়ন এবং পরিবর্ধন চলছে। এর আগে সীতাকুন্ডের ছবির জন্য আপনাদের কাছে আহবান জানালে নোমান ভাই সহ আরও অনেকে ছবি দিয়ে আমাদের সাহায্য করেছেন। আপনাদের আরও সাহায্য প্রয়োজন। এবার দরকার তথ্যের...
আপনারা বিশেষ করে সীতাকুন্ডের স্থানীয় অথবা সীতাকুন্ডে আছেন এমন ব্যাক্তিগণ সাহায্য করতে পারবেন। যে তথ্য গুলো দরকার তা হল, সীতাকুন্ডে কী কোন স্থানীয় পত্রিকা (দৈনিক/মাসিক) আছে যা সীতাকুন্ড থেকে অথবা অন্য কোথাও থেকে প্রকাশিত হয়? থাকলে তাদের নাম সমূহ দরকার।
এছাড়া সীতাকুন্ডে আরও কি কি পত্রিকা পাওয়া যায়। সীতাকুন্ডে কোন কোন টিভি চ্যানেল দেখা যায়। সীতাকুন্ডে টেলিযোগাযোগের অবস্থা কি? মানে কোন ফোন কম্পানী (ল্যান্ড ফোন/মোবাইল) তাদের সেবা দেয়। সীতাকুন্ডে ইন্টারনেট ব্যবহারের পরিস্থিতি। ইত্যাদি।
তথ্যগুলো রেফারেন্স সহ দিতে পারলে খুবই ভাল হয়। না থাকলেও কাজ চালানো যাবে।
তথ্যগুলো কেউ দিয়ে সাহায্য করলে দেশ ও জাতি খুবই উপকৃত হবে। বিশ্ববাসী সীতাকুন্ড সম্পর্কে জানতে পারবে। আমরা সবাই মিলে দেশকে বদলে দিবো
মন্তব্যে অথবা নিবন্ধের টক পাতায় নিবন্ধের তথ্য জানাতে পারেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।