নিজেরে হারায়ে খুজি..... bohurupi.mohajon@gmail.com
আজ একটা নতুন বছর শুরু হল। হতে পারে এটা অন্য যে কোন একটা সাধারণ বছর, আবার হতে পারে এটা কোন নতুন যুগের শুরু।
আমাদের দেশ স্বাধীন হয়েছিল ৭ কোটি হৃদয়ের লালিত স্বপ্নকে পুঁজি করে। আজ সে স্বপ্ন ডালপালা মেলে ১৬ কোটি হৃদয়ে ছড়িয়ে আছে। কিন্তু আমাদের সে স্বপ্ন কি বাস্তবায়িত হয়েছে? না........কারন আমাদের '৭১ এর স্বপ্নকে যে হায়েনারা হরণ করতে চেয়েছিল তারা আজও এ দেশের বুকে সদর্পে ঘুরে বেড়াচ্ছে।
আমাদের জন্মভুমি মায়ের বুকে প্রতি নিয়ত ওদের অপবিত্র পা দিয়ে আমাদের স্বপ্ন গুলোকে দলিত মথিত করছে। আর আমরা মায়ের এ অসম্মান মুখ বুজে সহ্য করছি। ৩০ লক্ষ শহীদের রক্তস্নাত পতাকা আমরা ওদের চক্রযানে তুলে দিতে দিয়েছি; আমরা মুখ বুজে ছিলাম, আমরা কিছুই বলিনি। আমাদের চোখের সামনে জন্মভুমি মায়ের অসম্মান হল, অসম্মান হল আমাদের পবিত্র পতাকার, আর আমরা বসে বসে বুলি আউড়াই...."৩৬ বছর আগের ঘটনা নিয়ে এখন বাড়াবাড়ি করে লাভ কি?"
আমরাতো ৩৬ বছর আগে জন্মাইনি, তাহলে কোন অজুহাতে আমরা আমাদের কর্তব্য অস্বীকার করব?
আর না...। এবার আমাদের সংগ্রামে নামতেই হবে।
প্রতিজ্ঞা করতে হবে, যে কোন মুল্যে এ দেশের বুক থেকে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দালাল রাজাকার, আলবদর, আল শামস্ আর তাদের নতুন শিষ্যদের এ দেশ থেকে চিরতরে বিদায় করব।
এই নতুন বছরের প্রথম প্রহর থেকেই শুরু হল কাউন্ট ডাউন........বাংলাদেশে আর একটাও দালালের স্থান হবেনা.........আসুন, সবাই মিলে বলি.....দালালদের দিন শেষ....দশ....নয়.....আট.....সাত.....ছয়..........তিন.....দুই......এক............
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।